- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র “মাইকেল”-এর প্রথম টিজার বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এই টিজারেই দেখা মিলেছে জ্যাকসনের বাস্তব জীবনের ভাইপো জাফার জ্যাকসন-এর, যিনি পর্দায় তাঁর কিংবদন্তি কাকা মাইকেলের চরিত্রে অভিনয় করছেন।
চলচ্চিত্রটিতে মাইকেল জ্যাকসনের গৌরবময় জীবন, তাঁর শিল্পীসত্তা ও সঙ্গীত জগতের অবদানকে কেন্দ্র করেই গল্প এগিয়েছে। টিজারে দেখা যায় জাফারকে মাইকেলের বিখ্যাত নাচ “মুনওয়াক” এবং আইকনিক “থ্রিলার” মিউজিক ভিডিওর দৃশ্যে।
চলচ্চিত্রটির বিবরণ অনুযায়ী, “মাইকেল” হবে এমন এক চলচ্চিত্র যা তুলে ধরবে বিশ্বের অন্যতম প্রভাবশালী শিল্পীর জীবন ও উত্তরাধিকারকে। এতে দেখানো হবে কীভাবে ছোটবেলায় জ্যাকসন ফাইভ ব্যান্ডের সদস্য হিসেবে তাঁর অসাধারণ প্রতিভা আবিষ্কৃত হয় এবং কীভাবে সেই ছেলেটি পরবর্তীতে হয়ে ওঠেন বিশ্বের সবচেয়ে বড় বিনোদন তারকা।
তবে টিজারে তাঁর জীবনের বিতর্কিত অধ্যায়—যেমন যৌন নির্যাতনের অভিযোগ ও আইনি জটিলতা—সম্পর্কে কোনো উল্লেখ করা হয়নি। জানা গেছে, সিনেমার প্রাথমিক চিত্রনাট্যে এসব বিষয় অন্তর্ভুক্ত থাকলেও পরবর্তীতে কপিরাইট ও আইনি জটিলতার কারণে গল্পের কিছু অংশ পরিবর্তন করতে হয়েছে।
চলচ্চিত্রটিতে জ্যাকসন পরিবারের পিতামাতা হিসেবে দেখা যাবে কলম্যান ডোমিংগো (জো জ্যাকসন) এবং নিয়া লং-কে (ক্যাথরিন জ্যাকসন)। আরও অভিনয় করেছেন লরা হ্যারিয়ার, ক্যাট গ্রাহাম, ডেরেক লুক, লারেঞ্জ টেট ও মাইলস টেলার।
সিনেমাটি পরিচালনা করেছেন খ্যাতনামা নির্মাতা অ্যান্টোয়েন ফুকা, যিনি “ট্রেইনিং ডে” এবং “দ্য ইকুয়ালাইজার” সিরিজের জন্য পরিচিত। চিত্রনাট্য লিখেছেন তিনবারের অস্কার মনোনীত লেখক জন লোগান।
মাইকেল জ্যাকসন ২০০৯ সালে ৫০ বছর বয়সে “অ্যাকিউট প্রোপোফল ইনটক্সিকেশন”-এর কারণে মৃত্যুবরণ করেন।
লায়নসগেট প্রযোজিত এই চলচ্চিত্রটি ২০২৬ সালের ২৪ এপ্রিল বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।