- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
৫ সেপ্টেম্বর ইউটিউব চ্যানেল প্রাঙ্ক কিংয়ের নাটকের শুটিংয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচজন। আহতদের মধ্যে লাইটম্যান সহকারী রবিন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে, জেনারেটর অপারেটর আবদুর রাজ্জাক ঢাকা মেডিকেল কলেজে এবং লাইটম্যান সহকারী হৃদয় জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও শুটিং ইউনিটের কোনো বড় সংগঠন বা ছোট পর্দার প্রযোজক সংগঠন তাঁদের খোঁজ নেননি। আহতদের পরিবার ও সহকর্মীরা ফেসবুক ও ফোনের মাধ্যমে সহায়তা চেয়েও কোনো প্রতিক্রিয়া পাননি।
চিকিৎসাধীন রবিনের একটি হাত কেটে গেছে এবং একটি পা ঝুঁকির মধ্যে রয়েছে। জেনারেটর অপারেটর আবদুর রাজ্জাকের ঘাড় ও বুকের কয়েকটি হাড় ভেঙেছে। লাইটম্যান সহকারী হৃদয় চোয়ালে আঘাতপ্রাপ্ত হয়ে পাঁচটি দাঁত হারিয়েছেন।
চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া পেশাদার মৈত্রী কনফেডারেশনের অন্তর্ভুক্ত আটটি সংগঠন হাসপাতালের খোঁজখবর রাখলেও বড় কোনো সংগঠন দায়িত্ব নিচ্ছে না। দিকনির্দেশনা এবং মানবিক সহায়তার অভাবে ব্যক্তি উদ্যোগে নির্মাতা ও শিল্পীরা আহতদের পাশে দাঁড়িয়েছেন।
নির্মাতা তপু খানের মাধ্যমে প্রযোজক আকবর হায়দার রবিনের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা দিয়েছেন। এছাড়া কয়েকজন চিত্রগ্রাহক ও অভিনেতা-অভিনেত্রীও নিজ উদ্যোগে সহায়তা প্রদান করেছেন। তবে প্রাঙ্ক কিংয়ের প্রতিষ্ঠাতা ও নাট্যনির্মাতা আর্থিক সজীব এখনো কোনো সহায়তা দেননি।