Tuesday, October 14, 2025

বক্স অফিসে রেকর্ড, বিশ্বব্যাপী সাড়া: মালয়ালম সুপারহিরো সিনেমা ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা’


ছবিঃ ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা’ সিনেমায় কল্যাণী প্রিয়দর্শন (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN:

সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ দর্শকের প্রশংসা আর সমালোচকদের ইতিবাচক রিভিউয়ের মধ্য দিয়ে বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে মালয়ালম সিনেমা ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা’। গত ২৮ আগস্ট মুক্তির পর মাত্র ১৩ দিনে সিনেমাটি ভারত ও বিদেশ মিলিয়ে আয় করেছে ২০৩ কোটি রুপি। মাত্র ৩০ কোটি রুপি বাজেটের এই ছবিটি ৬০০ শতাংশ মুনাফার রেকর্ডও করেছে।

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কল্যাণী প্রিয়দর্শন। পরিচালনা করেছেন ডোমিনিক অরুণ, আর প্রযোজনায় রয়েছেন দুলকার সলমানের ওয়েফেয়ার ফিল্মস। সম্প্রতি চেন্নাইয়ে এক অনুষ্ঠানে দুলকার ঘোষণা করেছেন, সিনেমার সব কিস্তির মুনাফা পুরো টিমের সঙ্গে ভাগাভাগি করা হবে।

মালয়ালম সিনেমাপ্রেমীদের মধ্যে ‘লোকাহ’ এতটাই জনপ্রিয় যে এটি ২০২৫ সালের তৃতীয় সর্বাধিক আয় করা মালয়ালম চলচ্চিত্রে পরিণত হয়েছে। বর্তমানে সর্বকালের সর্বোচ্চ আয় করা মালয়ালম সিনেমার তালিকার শীর্ষে রয়েছে ‘এলটু এমপুরান’ (২৬৮ কোটি রুপি)। যদি ‘লোকাহ’ এভাবে ব্যবসা করতে থাকে, এটি শীর্ষ স্থানেও পৌঁছাতে পারে।

দর্শক ও সমালোচকেরাও সিনেমাটির প্রশংসা করেছেন। বলিউড তারকাদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া ও আলিয়া ভাট ছবি প্রসঙ্গে ইতিবাচক মন্তব্য করেছেন। নারীপ্রধান এই সিনেমায় কল্যাণী প্রিয়দর্শন চন্দ্রা চরিত্রে এক শক্তিশালী নারী হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন, যিনি পুরাণকাহিনি ও আধুনিক বাস্তবতার মিশ্র জগতে পথ খুঁজছেন।

মুক্তির এক সপ্তাহের মধ্যে বিশ্বব্যাপী ১০০ কোটির মাইলফলক অতিক্রম করে, এটি দক্ষিণ ভারতের ইতিহাসে নারীপ্রধান সিনেমা হিসেবে সর্বোচ্চ আয় করা ছবি হিসেবে ইতিহাস গড়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন