- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
চুপচাপ কাজ করে যাওয়াটাই যেন আরিফিন শুভর স্বভাব। দেশের আসন্ন ঈদের সিনেমার শুটিং নিয়ে যখন তিনি ব্যস্ত, ঠিক সেই সময়ই ভক্তদের জন্য এল বড় চমক। বলিউডের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’–র টিজার প্রকাশের মধ্য দিয়ে প্রথমবারের মতো বলিউডের মূল ধারায় কেন্দ্রীয় চরিত্রে তাঁর উপস্থিতির ঘোষণা মিলল।
মঙ্গলবার সন্ধ্যায় সনি লিভ প্রকাশ করে বহুল আলোচিত এই সিরিজের টিজার। প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে আসেন আরিফিন শুভ। টিজারে তাঁর উপস্থিতি দেখে অনেকেই বলছেন—ঢালিউড ও টলিউডে নিজেকে প্রমাণ করার পর এবার তিনি বলিউডে শক্ত অবস্থান নিতে চলেছেন।
সনি লিভ প্রযোজিত ‘জ্যাজ সিটি’ সিরিজে আরিফিন শুভ অভিনয় করছেন জিমি রায় চরিত্রে। টিজারের দৃশ্যগুলোতে স্পষ্টভাবে বোঝা যায়, পুরো গল্পের কেন্দ্রবিন্দু এই চরিত্র। গল্পের আবেগ, দ্বন্দ্ব ও গতিপথ জিমি রায়কে ঘিরেই এগিয়ে যাবে।
টিজারে শুভকে দেখা গেছে একাধিক ভিন্ন লুকে। কোথাও ধূসর রঙের স্যুটে গম্ভীর ও সংযত, আবার কোথাও সাদা স্যুটে সংগীতের তালে নাচতে দেখা যায় তাঁকে। রেট্রো পোশাক, চুলের স্টাইল ও শরীরী ভাষায় ফুটে উঠেছে সত্তরের দশকের আবহ। শুধু পোশাকেই নয়, অভিব্যক্তি ও চলনে সেই সময়কে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরেছেন তিনি।
নিজের চরিত্র নিয়ে আরিফিন শুভ বলেন, ‘জ্যাজ সিটি এমন একটি গল্প, যেখানে সংলাপের পাশাপাশি সংগীতও গল্প বলবে। নীরবতা, আবেগ আর জ্যাজ মিউজিক—সব মিলিয়ে এটি এক ভিন্ন অভিজ্ঞতা।’ উল্লেখযোগ্য বিষয় হলো, এই সিরিজে তিনি বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি—চার ভাষায় সংলাপ দিয়েছেন।
‘জ্যাজ সিটি’র গল্প আবর্তিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ-পরবর্তী সময় ও ১৯৭০–এর দশকের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে। সেই সময়ের পরিবর্তন, অস্থিরতা ও মানুষের ভেতরের দ্বন্দ্ব উঠে আসবে সিরিজটির কাহিনিতে। সিরিজটির পরিচালক ও চিত্রনাট্যকার সৌমিক সেন, যিনি এর আগে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘জুবিলি’র সঙ্গে যুক্ত ছিলেন। শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। এ ছাড়া বলিউড ও টলিউডের আরও কয়েকজন পরিচিত মুখ থাকছেন সিরিজটিতে।
সনি লিভ জানিয়েছে, ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘জ্যাজ সিটি’।
অন্যদিকে প্রেক্ষাগৃহে আরিফিন শুভর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘নীলচক্র’। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত আরেকটি সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’।
সব মিলিয়ে ‘জ্যাজ সিটি’ দিয়ে আরিফিন শুভর বলিউড যাত্রা যে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে, তা টিজার দেখেই ধারণা করছেন দর্শকরা।