Tuesday, October 14, 2025

সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে পুরোনো সংকটে ফিরবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ইউনূস


ছবিঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সতর্ক করে বলেছেন, গণ–অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এবং কাঠামোগত সংস্কার সম্পন্ন না করে নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশ আবারও অতীতের সংকটের পুনরাবৃত্তির মুখে পড়বে।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থানকালে সিঙ্গাপুরভিত্তিক চ্যানেলনিউজএশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বুধবার তিনি এ মন্তব্য করেন। ইউনূস জানান, সরকারের দায়িত্ব গ্রহণের সময় দেশটি ছিল একেবারে ধ্বংসপ্রাপ্ত অবস্থায়—যেন ৯ মাত্রার ভূমিকম্পের পর ভেঙে পড়া একটি রাষ্ট্র।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ছিল তিনটি মূল অঙ্গনে কাজ করা—সংস্কার, বিচার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন। কিন্তু নির্বাচনকে প্রথমে নিয়ে আসা হলে বিচার ও সংস্কারের কাজ থেমে যাবে, যা আবারও পুরোনো রাজনৈতিক সংকট ও ক্ষমতার অপব্যবহারের পরিবেশ তৈরি করবে।

সাবেক শাসনব্যবস্থাকে তিনি ফ্যাসিবাদ আখ্যা দিয়ে বলেন, “এটি ছিল আইনের শাসনবিহীন একটি ব্যবস্থা, যেখানে ক্ষমতার অপব্যবহারকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল।” সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনায় ইউনূস আরও কঠোর ভাষা ব্যবহার করে জানান, তাঁর শাসনামলে সরাসরি মানুষ হত্যার ঘটনা ঘটেছে।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান ও চীনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের ইতিবাচক সম্পর্ক রয়েছে এবং ভারতের সঙ্গেও সম্পর্ক উন্নয়নের ইচ্ছা আছে। ভবিষ্যতে নেপাল, ভুটান এবং ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে একটি অর্থনৈতিক অঞ্চলের আওতায় এনে বঙ্গোপসাগরের সম্পদ ও সুযোগগুলো ভাগাভাগি করা যেতে পারে।

ইউনূসের মতে, বিচার ও সংস্কারের ধারাবাহিকতা বজায় রেখে নির্বাচনের আয়োজনই হবে বাংলাদেশের জন্য স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি গণতন্ত্রের ভিত্তি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন