Monday, January 19, 2026

সংগীতশিল্পী জাহেদ পারভেজ পাবেলের জীবনে নতুন অধ্যায়


ছবিঃ বিয়ের আসরে জাহেদ পারভেজ পাবেল ও তানজিমা ইসলাম (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

চার বছর আগে জনপ্রিয় গান ‘বুক চিনচিন’ নতুনভাবে পুরুষ ও নারী কণ্ঠে গেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তরুণ সংগীতশিল্পী জাহেদ পারভেজ পাবেল। গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর একের পর এক দ্বৈত ও একক গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের মাঝে নিজের অবস্থান শক্ত করেন তিনি। এবার সংগীতের পাশাপাশি ব্যক্তিজীবনেও নতুন পথে পা রাখলেন এই শিল্পী।

গতকাল শুক্রবার চট্টগ্রামে পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন পাবেল। চট্টগ্রামের বন্দর এলাকার একটি কনভেনশন সেন্টারে বিয়ের পরবর্তী আয়োজন অনুষ্ঠিত হয়। তাঁর স্ত্রীর নাম তানজিমা ইসলাম। তিনি চট্টগ্রামের একটি বেসরকারি কলেজে পড়াশোনা করছেন।

বিয়ে প্রসঙ্গে পাবেল জানান, পারিবারিকভাবেই তাঁদের সম্পর্কের সূচনা ও সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পরিবারের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরেই বিয়ের কথা উঠছিল। আলোচনা ও বোঝাপড়ার পর দুই পরিবারের সম্মতিতে সবকিছু ঠিক হয়। পাবেলের ভাষায়, জীবনসঙ্গী হিসেবে তানজিমাকে পেয়ে তিনি মানসিকভাবে স্বস্তি ও আনন্দ অনুভব করছেন।

তিনি আরও জানান, শুক্রবার ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে তাঁদের আক্দ সম্পন্ন হয়। এরপর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়।

সংগীতচর্চায়ও ব্যস্ত সময় কাটাচ্ছেন পাবেল। তাঁর কণ্ঠে গাওয়া একাধিক নতুন গান ইতোমধ্যে প্রস্তুত রয়েছে, যা সময় বুঝে প্রকাশ করা হবে। পাশাপাশি কয়েকটি নাটকের গানে কণ্ঠ দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, পাবেলের পরিবারে সংগীতচর্চার কোনো পারিবারিক পটভূমি নেই। দশম শ্রেণিতে পড়ার সময় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের গান শুনে গানের প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। সেই আগ্রহ থেকেই গায়ক হওয়ার স্বপ্ন বুনতে শুরু করেন তিনি। বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা খেলাধুলার বদলে তিনি সময় দিতেন নিয়মিত গানের চর্চায়।

প্রায় ১৪ বছর আগে পেশাদার সংগীতশিল্পী হিসেবে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ঢাকায় আসেন পাবেল। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর গত চার বছর ধরে পুরোপুরি গানকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। এই দীর্ঘ পথচলায় তাঁর মা ও মেজ ভাইয়ের উৎসাহ ও সমর্থন ছিল সবচেয়ে বড় শক্তি বলে জানান তিনি।

এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্রের গান ‘বুক চিনচিন’ নতুনভাবে কণ্ঠ দেওয়ার মাধ্যমে যাত্রা শুরু হলেও, আজ নিজস্ব পরিচয়ে সংগীতাঙ্গনে জায়গা করে নিচ্ছেন জাহেদ পারভেজ পাবেল—এমনটাই মনে করছেন তাঁর শ্রোতারা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন