Wednesday, January 14, 2026

সকল গুঞ্জনের অবসান করে আজ বিয়ের পিঁড়িতে জেফার ও রাফসান


ছবিঃ জেফার রহমান ও রাফসান সাবাব (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

দীর্ঘদিন ধরে বিনোদন অঙ্গনে আলোচিত সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি মিলছে আজ। কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব বুধবার বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। তাঁদের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আজ সকালে গায়েহলুদের আয়োজনের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে, আর সন্ধ্যায় সম্পন্ন হবে বিয়ের মূল অনুষ্ঠান।

পারিবারিক সূত্র জানায়, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে আমন্ত্রিত অতিথিদের কাছে দাওয়াতপত্র পৌঁছে দেওয়া হয়েছে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরের মতোই নীরব থেকেছেন জেফার রহমান; বিয়ের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

প্রায় এক বছর ধরেই জেফার ও রাফসানের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রশ্ন উঠলেও দুজনই নিজেদের ভালো বন্ধু হিসেবে পরিচয় দিয়ে বিষয়টি এড়িয়ে গেছেন। ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনতে অনিচ্ছার কথাও বিভিন্ন সময়ে জানিয়েছেন জেফার। তবে সব জল্পনার ইতি টেনে আজ তাঁদের সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করছে।

ঘনিষ্ঠজনেরা জানান, দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই দুজনের মধ্যে বোঝাপড়া ও ঘনিষ্ঠতা তৈরি হয়, যা শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্তে রূপ নেয়। গত বছর বিদেশ ভ্রমণের সময় তাঁদের একসঙ্গে কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরালো হয়।

উল্লেখ্য, রাফসান সাবাব ২০২৩ সালের শেষ দিকে তাঁর আগের দাম্পত্য জীবনের ইতি টানেন। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সব গুঞ্জনের অবসান ঘটিয়ে আজ আনুষ্ঠানিকভাবে নতুন জীবনের পথে পা রাখছেন জেফার রহমান ও রাফসান সাবাব। সকালে গায়েহলুদ ও সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হচ্ছে তাঁদের জীবনের নতুন অধ্যায়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন