Friday, December 5, 2025

সিপিবি সভাপতি সাজ্জাদ জহির: জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে পরিস্থিতি ‘অশ্বডিম্ব’ অবস্থা


ছবিঃ সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ‘পলিটিকস ল্যাব: পাবলিক ডায়ালগ’ শীর্ষক সংলাপে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি সাজ্জাদ জহির চন্দন জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশকে ‘অশ্বডিম্বের মতো অবস্থা’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আট মাস আলোচনার পরও সনদ বাস্তবায়নের বিষয়ে কোনো স্পষ্ট দিকনির্দেশনা নেই, যা দেশের রাজনৈতিক অঙ্গনে জটিলতার সৃষ্টি করেছে।

শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘পলিটিকস ল্যাব: পাবলিক ডায়ালগ’ শীর্ষক সংলাপে তিনি এসব মন্তব্য করেন। সংলাপের আয়োজন করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এবং সহযোগিতা করেছে জার্মান ফাউন্ডেশন ফ্রেডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস)।

জাতীয় ঐকমত্য কমিশন সম্প্রতি অন্তর্বর্তী সরকারের কাছে সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করলে রাজনৈতিক মহলে তা নিয়ে বিভিন্ন মতভেদ সৃষ্টি হয়েছে। অনেক দল সনদে থাকা কিছু বিষয় ও গণভোটের প্রক্রিয়াকে নিয়ে আপত্তি জানিয়েছে।

সাজ্জাদ জহির বলেন, “৮৪টি পয়েন্টের মধ্যে মাত্র ২০টিতে একমত হয়েছে, বাকিগুলোতে একমত হয়নি। তাহলে কোন বিষয়ে ভোট হবে? কমিশন কোনো স্পষ্ট নির্দেশনা দিচ্ছে না। সবকিছু হাওয়ার ওপরে চলছে।” তিনি আরও উল্লেখ করেন, নোট অব ডিসেন্ট বা ভিন্নমতের জায়গা রাখা হয়নি, যা গণতান্ত্রিক চর্চার জন্য ক্ষতিকর।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “সংবিধানে এই মুহূর্তে গণভোটের কোনো ধারার বিধান নেই। ১৪২ ধারায় সংসদীয় মতভেদের ক্ষেত্রে গণভোট নেওয়ার সুযোগ আছে, কিন্তু এখন তা প্রযোজ্য নয়।”

তিনি আরও বলেন, জটিলতা এড়াতে সিপিবি ইতিমধ্যে গত বছরের অক্টোবর মাসে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব দিয়েছিল, কিন্তু সরকার সেটি গ্রহণ করেনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন