- ১৩ অক্টোবর, ২০২৫
৪ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে চরকিতে মুক্তি পাচ্ছে সঞ্জয় সমাদ্দার পরিচালিত ছবি ঢাকা শহরে অপরাধের হঠাৎ বৃদ্ধি ও রহস্যময় ডন ইউসুফের ফিরে আসার গুজবের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে সঞ্জয় সমাদ্দারের সিনেমা ‘ইনসাফ’। গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি এবার ওটিটিতে আসছে। চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে সিনেমাটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
সিনেমায় ইউসুফ চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ। অপরাধের উত্থান ও তদন্তের গল্পের মূল চরিত্র হিসেবে দেখা যাবে তাসনিয়া ফারিণকে, যিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা জাহান খানের ভূমিকায় অভিনয় করেছেন। চরিত্রভিত্তিক পোস্টার ও টিজার মুক্তির আগে থেকেই দর্শকের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছিল।
ছবিতে মোশাররফ করিম অভিনয় করেছেন এক চিকিৎসকের চরিত্রে, যেখানে তিনি চিকিৎসাসেবার সিন্ডিকেশনের বিষয়টি তুলে এনেছেন। এছাড়া অতিথি চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী, সংগীতশিল্পী জেফারও হাজির হয়েছেন। সিনেমার অ্যাকশন দৃশ্যে তাসনিয়া ফারিণের চ্যালেঞ্জিং পারফরম্যান্স নজর কাড়ছে, যেখানে তিনি একাধিকবার আহত হয়েও দৃশ্যে অভিনয় করেছেন।
শরীফুল রাজ বলেন, “সঞ্জয় সমাদ্দারের সঙ্গে এটি আমার প্রথম কাজ। ফারিণের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ ছিল। আশা করি, ওটিটিতেও দর্শকরা সিনেমাটি উপভোগ করবেন।”
‘ইনসাফ’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ তৈরি করেছেন নাজিম উদ দৌলা, স্বরূপ দে ও সঞ্জয় সমাদ্দার। প্রযোজনা করেছেন আবুল কালাম, ব্যানার তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মস। সিনেমাটি ভিন্নধর্মী অ্যাকশন-থ্রিলার ঘরানার হওয়ায় দেশ-বিদেশের দর্শকদের মধ্যে আগ্রহ তীব্র।