- ১৩ অক্টোবর, ২০২৫
তরুণ গায়ক শেখ সাদীকে ঘিরে ভক্তদের কৌতূহল, নিজস্ব মন্তব্যে সরাসরি কিছু জানাননি চিত্রনায়িকা
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্থিরচিত্র পোস্ট করে আবারও প্রেমের গুঞ্জন উসকে দিয়েছেন। পোস্টে তিনি কালো সানগ্লাস পরিহিত ছবি দিয়েছেন এবং লিখেছেন, “এই সানগ্লাস আমার নয় কিন্তু সে আমার। সবাইকে জানাই শুভ শুক্রবার।”
এর আগে ১০ আগস্ট ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে তার ছেলে পুণ্যর জন্মদিনের অনুষ্ঠানে গায়ক শেখ সাদী উপস্থিত থাকায় ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়। কিছু সময় আগে পরীমনি ও সাদীর প্রেমের সম্পর্ক ভেঙে যায়। তবে এ ধরনের পোস্টের কারণে সম্পর্কের নতুন মোড় নিয়ে নানা গুঞ্জন ছড়াচ্ছে।
পরীমনি তার ফেসবুক পোস্টে সরাসরি কারও নাম উল্লেখ না করলেও ভক্তরা মন্তব্যে জানতে চেয়েছেন, কে এই রহস্যময় ব্যক্তি। কেউ লিখেছেন, “পরবর্তী প্রেমিক তাহলে কে?”, কেউবা মন্তব্য করেছেন, “ভালোবাসাই শক্তি।”
তাঁর ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে দেখা গেছে, এলোমেলো চুলে স্নিগ্ধ রূপে পরীমনি রোদ থেকে বাঁচতে কালো সানগ্লাস পরেছেন।
পরীমনি আগে থেকেই তার প্রেম ও ব্যক্তিগত জীবনের বিষয়গুলো প্রকাশ্যে আনার বিষয়ে নির্ভীক। বছরের শুরুতে তিনি শেখ সাদীর সঙ্গে সম্পর্কের ওপেন সিক্রেট প্রকাশ করেছিলেন। এই সম্পর্ক নিয়ে তিনি ফেসবুক পোস্ট ও ভিডিওর মাধ্যমে ভক্তদের জানান দিয়েছেন।
পরীমনি বর্তমানে তার সন্তান ও কাজের সঙ্গে ব্যস্ত, আর তাদের সঙ্গে মাঝে মাঝে চলচ্চিত্রের অন্যান্য স্টারদের মতো শেখ সাদীও তার পেশাগত জীবনে ব্যস্ত থাকেন।