- ১৩ অক্টোবর, ২০২৫
পেনাল্টি কর্নার গোলের মাধ্যমে প্রথম এগিয়েও শেষ পর্যন্ত জয় মেলেনি মশিউর রহমানের দলে এশিয়া কাপ হকির চলমান আসরে বাংলাদেশ অপ্রত্যাশিতভাবে অংশ নিয়েছে পাকিস্তানের শেষ মুহূর্তে নাম প্রত্যাহারের কারণে। তবে শুরুটা বাংলাদেশের জন্য মসৃণ হয়নি।
নিজেদের প্রথম ম্যাচে র্যাঙ্কিংয়ের ১২ নম্বরে থাকা মালয়েশিয়ার সঙ্গে খেলায় বাংলাদেশ ৪-১ গোলে হেরে গেছে। ভারতের রাজগিরের বিহার স্পোর্টস হকি স্টেডিয়ামে প্রথমে বাংলাদেশ এগিয়ে যায়। পেনাল্টি কর্নার থেকে গোল করে মশিউর রহমানের দল প্রথমেই আনন্দে ভাসে।
তবে দীর্ঘ সময় লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারের ২৪ মিনিটে মালয়েশিয়ার আক্রমণকারি আশরান হামসানি প্রথম সমতা গোল করেন। দ্বিতীয় কোয়ার্টারের খেলা ১-১ সমতায় শেষ হয়।
তৃতীয় কোয়ার্টারে মালয়েশিয়া আক্রমণে চলে আসে এবং আখিমুল্লাহ ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে স্কোর ২-১ করেন। শেষ কোয়ার্টারে বাংলাদেশ আরও দুইটি গোল হজম করে। ৪৮ মিনিটে মুজাহির আব্দুর রউফ এবং ৫৪ মিনিটে সাঈদ পেনাল্টি কর্নার থেকে গোল করেন।
এভাবে প্রথম ম্যাচে বাংলাদেশ শুরুতে এগিয়েও শেষ পর্যন্ত বড় ব্যবধানে হারের মুখ দেখেছে।