Tuesday, October 14, 2025

শিমুল শর্মা আপাতত ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে সাময়িকভাবে বাদ, নির্মাতার ব্যাখ্যা


ফাইল ছবিঃ শিমুল শর্মা (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

অভিনেতা শিমুল শর্মা আপাতত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’–এর নতুন কিস্তি থেকে সাময়িকভাবে বাদ যাচ্ছেন। নাটকের নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, “গল্পের প্রয়োজনে চরিত্র কখনো আসে, কখনো যায়। এটি সম্পূর্ণভাবে গল্পের উপর নির্ভর করে।”

শিমুল শর্মা, যিনি ‘নোয়াখালীর শিমুল’ চরিত্রে পরিচিত, নিজেও জানিয়েছেন, “গল্পের প্রয়োজনে আমাকে রাখা হয়েছিল। আবার প্রয়োজন হলে ফিরব। কোনো অভিমান নেই।”

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পাঁচটি সিজনের এই জনপ্রিয় নাটক প্রতি বৃহস্পতি ও শুক্রবার ইউটিউবের বুম ফিল্ম এবং পরে চ্যানেল আই-তে প্রচারিত হচ্ছে। গল্পের প্রয়োজনে চরিত্রের এই ঢোকা-যাওয়া স্বাভাবিক ধারা হিসেবে দেখানো হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন