Tuesday, October 14, 2025

প্রথম সন্তানের আগমন বার্তা দিলেন ক্যাটরিনা ও ভিকি, বাবা-মা হচ্ছেন এই তারকা দম্পতি


ফাইল ছবিঃ ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রথমবারের মতো বাবা-মা হওয়ার খুশির সংবাদ জানিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে ক্যাটরিনা বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টে দেখা গেছে, ক্যাটরিনাকে সাদা পোশাকে দাঁড়িয়ে, বেবি বাম্প আলতোভাবে ছুঁয়ে ভিকি কৌশল রয়েছেন। ক্যাপশনে লিখেছেন, “আনন্দ আর কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে জীবনের সেরা অধ্যায় শুরু করতে যাচ্ছি আমরা।”

কয়েক মাস ধরে গুঞ্জন ছড়িয়েছিল যে দম্পতি বাবা-মা হতে চলেছেন। সোমবার সন্ধ্যায় ‘হোমবাউন্ড’ সিনেমার প্রিমিয়ারে একা হাজির হওয়া ভিকি বিষয়টি নিয়ে গুঞ্জন আরও শক্তিশালী করেছে।

জানা গেছে, অক্টোবর মাসে তাঁদের সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে রাজকীয়ভাবে বিয়ে করেন এই দম্পতি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন