- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
দুই বছর আগে সিলেটের বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়ে সহায়তা পৌঁছে দেওয়ার জন্য ফেসবুকে লাইভ হওয়া তরুণ গায়ক তাসরিফ আবারও সিলেটে গিয়েছেন। তবে এবার তার অভিজ্ঞতা ছিল ভিন্ন ও মনঃক্ষুণ্ণ। গায়ক ফেসবুকে লিখেছেন, “প্রজাদের জান গেলে কী আসে যায়?”—একটি প্রশ্ন যার মধ্য দিয়ে তিনি সিলেটের সড়ক ও মানুষের দুর্ভাগ্যের দিকে ইঙ্গিত করেছেন।
তাসরিফ বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক “মহা অভিশাপের নাম”। মাত্র দুই দিনে তিনটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা তিনি প্রত্যক্ষ করেছেন। গায়ক অভিযোগ করেন, এমন পরিস্থিতিতে সরকারের কোনো উচ্চ পদস্থ ব্যক্তির দৃষ্টি নেই। তিনি উল্লেখ করেছেন, “দশকের পর দশক ধরে সড়কে প্রতিদিন শত শত দুর্ঘটনা ঘটলেও কোনো মন্ত্রী বা দায়িত্বশীল কর্তার পদত্যাগ দেখি না। বরং দোষ চাপানো হয় গরিব ড্রাইভারদের ওপর এবং লাশের ক্ষতিপূরণ পাওয়া যায় আর্থিক লেনদেনের মাধ্যমে।”
তাসরিফের এই অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই তার সঙ্গে একমত, সিলেটের যাতায়াত ব্যবস্থা পর্যটন ও সাধারণ মানুষদের জন্য যথেষ্ট নিরাপদ নয়।
গায়ক আরও বলেন, এই সমস্যার মূল দায় শুধুমাত্র প্রশাসনের নয়, সমাজের মানুষদের মধ্যেও দায়িত্বহীনতা বিদ্যমান। তিনি উল্লেখ করেছেন, “আমরা ৫০০-১০০০ টাকার বিনিময়ে ভোট দিয়ে আমাদের ভাগ্যের চাবি বিক্রি করি এবং ক্ষমতালোভীদের হাতে আমাদের ভবিষ্যৎ অর্পণ করি।”
তাসরিফের ব্যান্ড দল ‘কুঁড়েঘর’ ২০১৬ সাল থেকে তাদের গানগুলো মাধ্যমে শ্রোতাদের মধ্যে পরিচিতি পেয়েছে। ‘মধ্যবিত্ত’, ‘ময়নারে’, ‘সাত রাজার ধন’, ‘ব্যাচেলর’সহ তাদের গানগুলো আলোচিত হয়। বন্যার সময়ও তিনি সিলেটের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, আর এবার তার সিলেট সফর সেই অভিজ্ঞতা ও বাস্তবতার মুখোমুখি নিয়ে এসেছে।
এই সফর ও ফেসবুক পোস্টের মাধ্যমে তাসরিফ সিলেটের অবকাঠামো ও সড়ক নিরাপত্তার সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সমাজের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।