- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় এলে তাদের দল কোনো নারীকে জোর করে বোরকা পড়াবে না। তিনি বলেন, “জামায়াত ক্ষমতায় এলে নারীদের বোরকা পরতে বাধ্য করবে এমন আশঙ্কা ভিত্তিহীন। নারীরা যোগ্যতা এবং প্রয়োজন অনুযায়ী দেশের গঠনে অংশ নেবেন। তাদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করা হবে।”
মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুরে রূপসী প্রো-অ্যাকটিভ ভিলেজ রোডে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান শফিকুর রহমান। সমাবেশের আয়োজন করে জামায়াত ঢাকা মহানগর উত্তর পেশাজীবী পরিষদ।
শফিকুর রহমান আরও বলেন, দেশকে শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নত করা হবে। “আমাদের অঙ্গীকার স্পষ্ট। আমরা শিক্ষা ও স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। দেশের দুর্বল শিক্ষাব্যবস্থা ও ভঙ্গুর স্বাস্থ্যখাত শক্তিশালী করা হবে।”
তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে বলেন, “দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে, সবার জন্য সমান সুযোগ ও ন্যায়বিচার নিশ্চিত করা হবে। ভাঙাচোরা অর্থনীতি পুনরায় গড়ে তোলা হবে।”
সমাবেশে জনগণকে ভোট দিতে আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, “ভোটের মাধ্যমে বিবেকের প্রতিফলন ঘটানো উচিত। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, তাদের আমরা অভিনন্দন জানাব। জামায়াত জিতলেও সকলকে অভিনন্দন জানানো উচিত।”
তিনি রাজনৈতিক দলের সকলকে নৈতিক রাজনীতি করার পরামর্শ দেন। “রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি, গায়ের জোর বা কালোটাকার ব্যবহার চলবে না। নীতি ও বিবেকের ভিত্তিতে রাজনীতি করা উচিত।”
জামায়াত আমির উল্লেখ করেন, ২০২৪ সালের নির্বাচন পরবর্তী সময়ে আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ঘোষণা দিয়েছিল। তবে বাস্তবতা তা প্রমাণ করতে পারেনি।
শফিকুর রহমান আরও বলেন, “গত বছরে নিরস্ত্র মানুষের ওপর সশস্ত্র হামলা হয়েছে। আমরা কখনো পালাইনি। ফাঁসির রশি গলায় নিয়েছি, কিন্তু দেশ ত্যাগ করি নি।” তিনি বলেন, “জামায়াত সংস্কারের দিকে যতবার এগোতে চেয়েছে, ততবার পেছনে ধরা হয়েছে। নির্বাচন অবশ্যই প্রয়োজন, তবে ‘নির্বাচনের মতো নির্বাচন’ দরকার, পুরোনো স্টাইলের নির্বাচন দিয়ে দেশ গঠনে কেউ কল্যাণ আনতে পারবে না।”
শফিকুর রহমান সমাপনী বক্তব্যে বলেন, “দুর্নীতি লাল কার্ড, সন্ত্রাস কালো কার্ড। একটি দুর্নীতিমুক্ত, সামাজিক সুবিচারে সমৃদ্ধ, ভারসাম্যপূর্ণ অর্থনীতির দেশ গড়াই আমাদের লক্ষ্য। দেশের যুবসমাজের মেধা কাজে লাগিয়ে দেশ গঠনের পরিকল্পনা নিয়ে জামায়াত এগোচ্ছে।”