- ১৩ অক্টোবর, ২০২৫
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকিতে দেওয়া গোপন বক্তব্য ফাঁসের অভিযোগে গ্রেপ্তার হওয়া কনস্টেবল অমি দাশকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীন শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগ করেন, অমি দাশকে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩-এর মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল। শুনানির পর আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, ১২ আগস্ট রাত ৮টার দিকে খুলশী থানায় কর্মরত অবস্থায় অমি দাশ তার কাছে থাকা বেতারযন্ত্র ব্যবহার করে সিএমপি কমিশনারের কৌশলগত বক্তব্য ভিডিও রেকর্ড করেন। পরে তিনি সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের কার্যক্রমে সহায়তা করার চেষ্টা করেন। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ কৌশলগত তথ্য ফাঁস হয়েছে।
পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অমি দাশকে রিমান্ডে রাখা হবে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।