Friday, December 5, 2025

সেলিম হায়দার ও জেনস সুমনের মৃত্যুতে শোকাহত বাংলা সংগীত অঙ্গন


ফাইল ছবিঃ গিটারিস্ট সেলিম হায়দার (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

দেশের সংগীত অঙ্গনে দুই দিনের ব্যবধানে শোকের ছায়া নেমে এসেছে। গত বৃহস্পতিবার রাতে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রখ্যাত গিটারিস্ট সেলিম হায়দার, আর শুক্রবার বিকেলে মৃত্যু বরণ করেছেন জনপ্রিয় গায়ক জেনস সুমন।

দুই শিল্পীর মধ্যে একটি বিশেষ যোগসূত্র ছিল জনপ্রিয় অ্যালবাম ‘একটা চাদর হবে’। এই অ্যালবামের গায়ক ছিলেন জেনস সুমন, আর গিটার বাজিয়েছিলেন সেলিম হায়দার। ফলে তাঁদের একসাথে চলে যাওয়া সংগীতজগতে শোককে আরও গভীর করেছে।

২০০২ সালে প্রকাশিত এই অ্যালবামটি বাংলা অডিও ইন্ডাস্ট্রিতে বিশেষ সাড়া ফেলে। বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে প্রচারের পর রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে টাইটেল ট্র্যাক ‘একটা চাদর হবে’। এ গানটি গেয়েছিলেন জেনস সুমন, সুর ও সংগীতায়োজন করেছেন ইথুন বাবু, এবং গিটার বাজিয়েছেন সেলিম হায়দার।

সেলিম হায়দারকে আজিমপুরে দাফন করা হলো বৃহস্পতিবার রাতে। দাফনের ঠিক পরেই জানানো হয় জেনস সুমনের মৃত্যু সংবাদ। এ খবর পেয়ে ভেঙে পড়েছেন গীতিকবি ও সুরকার ইথুন বাবু। তিনি প্রথম আলোর সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, “একসাথে কাছের দুজন মানুষকে হারানোর বেদনা মেনে নেওয়া সম্ভব নয়। ‘একটা চাদর হবে’ অ্যালবাম বাংলা অডিও ইন্ডাস্ট্রির ইতিহাসের অংশ।”

গতকাল দুপুরে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে জেনস সুমনকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা সাড়ে তিনটায় তিনি মারা যান।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন