Monday, January 19, 2026

শেখ হাসিনাকে ফেরত প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় ভারত: সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম


ছবি: শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (সংগৃহীত)


আসিফ মাহমুদ, স্টাফ রিপোর্টার 

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মোহাম্মদ সেলিম বলেন, শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি বাংলাদেশে যাবেন—সে সিদ্ধান্ত নেবে মোদি সরকার। কিন্তু এ বিষয়ে ভারত সরকার এখনও কেন নীরব, সেই প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিয়মিত বাংলাদেশ নিয়ে কথা বললেও বর্তমানে তিনি এ বিষয়ে মুখ খুলছেন না। এর কারণ হিসেবে সেলিম বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও অবস্থানের কারণেই ভারত সরকার এখন চুপ রয়েছে।

সিপিআইএম নেতা আরও বলেন, প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ‘সিগন্যাল’-এর অপেক্ষা করছে। আন্তর্জাতিক রাজনীতির প্রভাবেই এই সিদ্ধান্ত ঝুলে আছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে সিপিআইএমের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে বা সিপিআইএম নেতার বক্তব্য প্রসঙ্গে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন