Tuesday, October 14, 2025

সাইবার অপরাধের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অক্ষয় কুমার


ফাইল ছবিঃ অক্ষয় কুমার (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

বলিউড অভিনেতা অক্ষয় কুমার সাইবার অপরাধের শিকার হওয়া তাঁর ১৩ বছর বয়সী কন্যা নিতারার ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন। গতকাল শনিবার (৪ অক্টোবর) মুম্বাইয়ে ডিরেক্টর জেনারেল অব পুলিশ অফিসে ‘সাইবার সচেতনতা মাস অক্টোবর ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এই ঘটনা জানান।

অক্ষয় কুমার জানান, কয়েক মাস আগে তাঁর মেয়ে নিতারা অনলাইনে একটি ভিডিও গেম খেলতে শুরু করেছিল। গেম খেলার সময় এক অচেনা ব্যক্তির সঙ্গে তার আলাপ হয়। প্রথমদিকে সেই ব্যক্তি নিতারাকে খেলায় উৎসাহিত করতেন এবং প্রশংসা করতেন। তবে কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তি নিতারাকে প্রশ্ন করেন, সে ছেলে না কি মেয়ে। নিতারা নিজের পরিচয় জানালে পরিস্থিতি পাল্টে যায়।

অক্ষয়ের ভাষ্যমতে, "নিতারা একজন মেয়ে, এটা জানার পর থেকেই সেই ব্যক্তির কথা বলার ধরন বদলে যায়। অবশেষে সেই ব্যক্তি নিতারার কাছে নগ্ন ছবি চায়। কিন্তু নিতারা এমন প্রস্তাব পেয়ে সঙ্গে সঙ্গে সেই অনলাইন গেমটি বন্ধ করে দেয়।"

অক্ষয় স্বস্তি প্রকাশ করে বলেন, "সৌভাগ্যবশত আমার মেয়ে বুদ্ধি করে ওই খেলাটা বন্ধ করে দেয় এবং আমার স্ত্রীকে জানায়। ও যে এই কথাটা খোলাখুলি আমাদের জানাতে পেরেছে, এটাই বড় কথা।"

অভিনেতা এ সময় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, অনলাইনে এমন অনেক ক্ষতিকর মানুষ থাকে, যারা প্রথমে আপনার বিশ্বাস অর্জন করবে আর তারপর নিজেদের আসল রূপ দেখাবে। তিনি সতর্ক করে বলেন, এমন ঘটনা অনেক শিশুর জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে এবং এটি সাইবার ক্রাইমের অংশ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন