Friday, December 5, 2025

শাহরুখ খানের ৬০তম জন্মদিন: ‘মান্নত’-এ আবার দেখা মিলবে ভক্তদের সঙ্গে


ফাইল ছবিঃ শাহরুখ খান (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

আগামী ২ নভেম্বর ভারতের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খানের ৬০তম জন্মদিন। প্রতিবছর এই দিনে বান্দ্রার সমুদ্রমুখী ‘মান্নত’-এর সামনে ভক্ত-অনুরাগীদের ভিড় জমে, তাতে বাদশাহকে এক ঝলকে দেখার উন্মাদনা ছড়ায়। তবে এ বছর প্রথমে খবর ছড়িয়েছিল যে শাহরুখ তাঁর পরিবার নিয়ে আলিবাগে জন্মদিন উদ্‌যাপন করবেন।

যদিও ‘মান্নত’-এ পুনর্নির্মাণ ও সংরক্ষণের কাজ চলায় শাহরুখ পরিবারসহ ভাড়ার ফ্ল্যাটে অবস্থান করছেন, অভিনেতা নিজেই ভক্তদের সুখবর দিয়েছেন। হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, জন্মদিনে তিনি ‘মান্নত’-এ উপস্থিত থাকবেন। শাহরুখ জানান, “হ্যাঁ, আসব তো। শুধু এবার আমাকে শক্ত টুপি পরতে হবে।” তাঁর রসবোধের মাধ্যমে ভক্তদের সঙ্গে মজার মুহূর্তও ভাগ করেছেন।

শাহরুখ সব সময়ই জানিয়েছেন, তাঁর জন্মদিন তাঁর একার জন্য নয়, এটি অন্যদের জন্যও উৎসব। বড় তারকা হওয়ার এটাই হয়তো মূল্য, এবং তিনি এই উদ্দীপনা ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন।

এছাড়া জানা গেছে, জন্মদিনেই মুক্তি পাবে শাহরুখ খানের নতুন সিনেমা ‘দ্য কিং’–এর প্রথম টিজার, যা ভক্তদের জন্য দ্বিগুণ উদ্দীপনা যোগ করবে।

ভক্তরা তাই এবারও ‘মান্নত’-এ জমা দিতে শুরু করছেন অপেক্ষার দিন, কারণ শাহরুখের সেই পরিচিত পোজ়, হাত নাড়া ও চুমুর ছোঁয়া এবারও দর্শকদের জন্য আনন্দের মুহূর্ত উপহার দেবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন