- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | খুলনা:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।
রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুটি পোস্টের মাধ্যমে মঞ্জু এ তথ্য জানান। প্রথম পোস্টে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উল্লেখ করেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সবাইকে নিয়ে কাজ শুরু করার নির্দেশনার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি ধন্যবাদ।”
দ্বিতীয় পোস্টে মঞ্জু দলের নির্দেশনা অনুযায়ী মনোনয়ন প্রাপ্তির আনন্দে উল্লাস, মিষ্টি বিতরণ বা কাউকে খাটো করার মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “কেউ বিদ্বেষ পোষণ করবেন না, ‘এবার দেখে নেব’ এ ধরনের ভাবপোষণও থেকে বিরত থাকতে হবে।”
নজরুল ইসলাম মঞ্জু আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে রোববার বিকেলে ফোন কল দিয়েছেন এবং নির্বাচনি প্রস্তুতি শুরু করার নির্দেশনা দিয়েছেন। মঞ্জু বলেন, “তথাকথিত পক্ষ-বিপক্ষ নির্বিশেষে সবাইকে নিয়ে নির্বাচনমুখী কাজ শুরু করার নির্দেশনা পেয়েছি।”
এর আগে নজরুল ইসলাম মঞ্জু দীর্ঘ সময় ধরে খুলনা-২ আসনে বিএনপির কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। নির্বাচনে তার অংশগ্রহণে দলীয় ও এলাকায় সমর্থকদের মধ্যে ইতোমধ্যেই উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।