Monday, January 19, 2026

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়: স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় বেগম খালেদা জিয়া


ছবিঃ জিয়া উদ্যানে খালেদা জিয়ার দাফন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

রাজধানীর জিয়া উদ্যান আজ একটি ইতিহাসিক দিন দেখতে পায়, যখন দেশের বিশিষ্ট রাজনীতিক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। বিকেল ৫টার কিছু আগে তার শেষকৃত্য সম্পন্ন হয় এবং তাকে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।

প্রথম প্রহর থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকা মানুষের ঢল মুখর হয়ে উঠে। জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন জানাজায় অংশগ্রহণ করতে। সকালের প্রথম প্রহর থেকেই সাধারণ মানুষ, রাজনীতিক ও সমর্থকরা একত্রিত হয়ে যান। দুপুরের দিকে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে কারওয়ান বাজার পর্যন্ত পথগুলো জনস্রোতপূর্ণ হয়ে ওঠে।

বেলা ৩টা ৩ মিনিটে শুরু হওয়া জানাজার অনুষ্ঠান বেলা ৩টা ৫ মিনিটে শেষ হয়। জানাজার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে পতাকায় মোড়া লাশবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয়। বিকেল সাড়ে চারটার দিকে মরদেহকে বিশেষ বাহনে স্থাপন করে সাবেক রাষ্ট্রপতির সমাধির পাশে আনা হয়।

দাফনের সময়ে সেনা ও নৌবাহিনীর সদস্যরা কফিন কাঁধে বহন করেন। অনুষ্ঠানে তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, ছোটভাই আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমান, তাঁদের সন্তানরা সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির নেতৃবৃন্দ, কর্মীরা এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রতিনিধিরা উপস্থিত থেকে শ্রদ্ধা জানান।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন