- ১৩ অক্টোবর, ২০২৫
রাজশাহী সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ সমর্থিত নেতা রেজা উন-নবী আল মামুন (৫৩) মাদকসহ র্যাবের হাতে আটক হয়েছেন। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে নগরের তালাইমারী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-৫ এর দেওয়া তথ্য অনুযায়ী, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়ি সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এতে ক্ষুব্ধ জনতা গাড়ি ঘিরে ধরলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে র্যাবের টহল দল তাঁকে হেফাজতে নেয়।
তল্লাশিতে তাঁর ব্যাগ থেকে ছয়টি ইয়াবা, এক পুরিয়া গাঁজা ও নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজা উন-নবী মাদক সেবনের কথা স্বীকার করেছেন বলে জানায় র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে আগে থেকেই মাদক সেবনের অভিযোগ ছিল এবং বিভিন্ন থানায় মোট আটটি মামলা রয়েছে। রাজশাহী র্যাব-৫ এর উপপরিচালক মেজর আসিফ আল রাজেক জানিয়েছেন, সময়মতো না পৌঁছালে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত।
বর্তমানে তাঁর বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।