Friday, December 5, 2025

রাজনীতি নয়, অভিনয়েই মনোযোগ রাখতে চান জেনিফার লরেন্স


ফাইল ছবিঃ জেনিফার লরেন্স (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স রাজনৈতিক বিষয়ে আগের মতো সরব থাকবেন না বলে জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আগের সময়ে স্পষ্ট মতামত প্রকাশ করলেও এবার তিনি সংযত অবস্থান গ্রহণ করেছেন। নতুন ছবি ‘ডাই মাই লাভ’-এর প্রচার উপলক্ষে দ্য নিউইয়র্ক টাইমসের পডকাস্ট ‘দ্য ইন্টারভিউ’-তে সাক্ষাৎকারে লরেন্স বলেন, তিনি এখন মেপে কথা বলতে চান এবং তার মন্তব্যের কারণে নতুন কোনো পরিস্থিতি সৃষ্টি হোক তা চান না।

লরেন্স আরও বলেন, “আমি তো শিল্পী। চাই না, আমার রাজনৈতিক মতের কারণে মানুষ আমার কাজ বা সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিক। আমি চাই মানুষ গল্পে হারিয়ে যাক, রাজনীতিতে নয়। যদি আমার কথায় পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে আমি নীরবতাকেই বেছে নেব।”

অভিনেত্রী ট্রাম্প প্রশাসনের সময় কড়া সমালোচক ছিলেন। নির্বাচনের পর তিনি লিখেছিলেন, ‘যুক্তরাষ্ট্রে এখন একমাত্র শ্বেতাঙ্গ পুরুষরা নিরাপদ বোধ করেন, কারণ তাদের অধিকারই কেবল স্বীকৃত।’ তবে এবার সাক্ষাৎকারে লরেন্স জানান, তারকারা নির্বাচনে ভোটের প্রভাব ফেলতে পারে না এবং আগের মতো রাজনৈতিক মন্তব্যের প্রয়োজন নেই।

লরেন্সের কথায়, “ট্রাম্পের প্রথম মেয়াদ বিশৃঙ্খল ছিল, তখন মনে হয়েছিল কিছু করতে হবে। কিন্তু এখন বুঝেছি, আমার মতামত দিয়ে পরিস্থিতি বদলানো সম্ভব নয়।”

অভিনেত্রী জানিয়েছেন, রাজনৈতিক বিশ্বাস প্রকাশের তার মাধ্যম এখন কাজের মধ্যেই। তাঁর প্রযোজনা সংস্থা আফগানিস্তানের তিন নারীর গল্প নিয়ে নির্মিত ছবি ‘ব্রেড অ্যান্ড রোজেজ’ তৈরি করছে এবং গর্ভপাতবিরোধী আইন নিয়ে প্রামাণ্যচিত্রও বানাচ্ছে।

পুরনো মন্তব্য নিয়ে অনুতপ্ত কি না জানতে চাইলে লরেন্স হেসে বলেন, “সম্ভবত হ্যাঁ। এখন ভাবি, সব ক্যামেরা থেকে মেমোরি কার্ডগুলো খুলে নিয়ে যাই।” তিনি যোগ করেন, “ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ নিয়ে আমরা জানতাম, তিনি কী করতে পারেন। তারপরও আমরা তাঁকেই বেছে নিয়েছি।”

জেনিফার লরেন্স অভিনীত নতুন সিনেমা ‘ডাই মাই লাভ’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। সিনেমাটির প্রিমিয়ারে উপস্থিতি এবং প্রচারের মধ্য দিয়ে অভিনেত্রী নিজের কাজকে কেন্দ্রে রাখতে চাইছেন, রাজনৈতিক মন্তব্য নয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন