- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
ভারতের হরর-কমেডি ঘরানায় নতুন দিগন্তের সূচনা করেছে প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস। ‘স্ত্রী’ ও ‘স্ত্রী ২’ সিনেমার সাফল্যের ধারাবাহিকতায় এবার দেওয়ালিতে মুক্তি পেয়েছে তাদের নতুন সিনেমা ‘থামা’। এই ফ্র্যাঞ্চাইজির মোট আয় ১ হাজার ৫০০ কোটি রুপি অতিক্রম করেছে বলে শনিবার প্রযোজনা সংস্থা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করেছে।
ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্স এখন ভারতের চতুর্থ সর্বাধিক আয়কারী চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছে। ‘থামা’র সফলতা পরবর্তী সময়ে রোহিত শেঠির ‘কপ ইউনিভার্স’ (১ হাজার ৪১১ কোটি রুপি) এবং ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজিকে (১ হাজার ৪২০ কোটি) পেছনে ফেলেছে। তবে শীর্ষে এখনো রয়েছে যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’, যার মোট আয় ৩ হাজার কোটি রুপির বেশি।
‘থামা’ সিনেমায় আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনয় করেছেন। ২০ দিনে এই সিনেমা ১৮০ কোটি রুপি আয় করেছে। এর আগে ফ্র্যাঞ্চাইজির অন্যান্য হিট ছবি যেমন ‘মুনজ্যা’, ‘ভেড়িয়া’ ও ‘স্ত্রী ২’ ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। ব্যর্থ সিনেমা হিসেবে পরিচিত ‘ভেড়িয়া’, যা সমালোচকদের প্রশংসা পেলেও ব্যবসা সীমিত ছিল ৯৫ কোটি রুপিতে।
ম্যাডক ফিল্মসের পোস্টারে ফ্র্যাঞ্চাইজির নায়ক-নায়িকাদের একসাথে দেখা যায়—শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, বরুণ ধাওয়ান ও আয়ুষ্মান খুরানা। পোস্টারের শিরোনামই এই সাফল্যের গল্প তুলে ধরেছে: “১ হাজার ৫০০ কোটি!” পোস্টে সংস্থাটি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং দর্শকদের “থামা” সিনেমা প্রেক্ষাগৃহে দেখার আহ্বান জানিয়েছে।
পরবর্তী পাঁচ বছরে ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সে অন্তত আটটি নতুন প্রকল্প মুক্তি পাবে। এর মধ্যে থাকবে প্রতিটি ছবির সিক্যুয়েল, নতুন গল্প যেমন ‘শক্তি শালিনী’, ‘চামুণ্ডা’ এবং একটি দুই পর্বের ক্রসওভার, যা ২০২৯ সালে মুক্তি পাবে।
ম্যাডক ফিল্মসের এই উদ্যোগ হিন্দি সিনেমার হরর-কমেডি ঘরানায় নতুন প্রাণ এবং বিনোদনপ্রিয় দর্শকের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে।