- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান গান ও অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে তার নাম জড়িয়েছে রাজনীতির সঙ্গে, যা নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। এই বিষয়ে এবার সরাসরি নিজের বক্তব্য দিয়েছেন তাহসান।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি কনসার্টের সময় গান ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। তাহসান জানান, “সেই সময় খুব কম মানুষ উপস্থিত ছিলেন। আমি ভাবিনি, এটি দেশের মধ্যে এভাবে ছড়াবে। অভিনয় থেকে ধীরে ধীরে বিরতি নিয়েছি, গান থেকেও সেভাবেই বিরতি নেব। আমি একটু আবেগপ্রবণ, কবি মানুষ। তাই আমার এক কথার ফলে অনেক কিছু ছড়িয়ে গেছে।”
রাজনীতির সঙ্গে জড়িত হওয়ার গুঞ্জনও তখন ছড়িয়েছে। কেউ কেউ তার ছবিতে টুপি দিয়ে তাকে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত দেখানোর চেষ্টা করেছেন। তাহসান বলেন, “একটা জায়গায় দেখলাম, আমার ছবিতে টুপি দিয়ে একটি রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। আমি নাকি রাজনীতি করছি! আমার কাছে মনে হয় এগুলো পার্ট অব দ্য গেম। এখন অনেকেই ভাইরাল হওয়ার নেশায় থাকে, এটা পৃথিবীজুড়ে চলছে।”
তাহসান গান ও অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজও চালিয়ে যাচ্ছেন। অবসরের পর শিক্ষাজগতে আরও মনোযোগ দেওয়ার পরিকল্পনা করছেন তিনি। তাহসান বলেন, “প্রত্যেক মানুষের জীবনে নানা অধ্যায় থাকে। সম্প্রতি মনে হয়েছে, জীবন ও জগৎ সম্পর্কে আমি অনেক কিছুই জানি না। আমাকে আরও পড়াশোনা করতে হবে।”
সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও দূরে সরে গেছেন তিনি। তার প্রায় কোটি অনুসারী থাকা ফেসবুক পেজ এবং ৩৫ লাখের বেশি অনুসারী থাকা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন। তাহসান বলেন, “অবসরে যাওয়া মানুষের এসবের প্রয়োজন নেই। সামাজিক যোগাযোগমাধ্যম এতটা টক্সিক যে ভালোটুকুর চেয়ে খারাপের প্রচার অনেক বেশি। আমি চাই মানুষ আমাকে ধীরে ধীরে ভুলে যাক।”
তাহসানের এই সিদ্ধান্তে তার ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনেকেই তার অবসরের সিদ্ধান্তকে সমর্থন করেছেন, আবার কেউ কেউ তার নতুন অধ্যায় শুরু করার দিকে উৎসাহ প্রকাশ করেছেন।