- ১৩ অক্টোবর, ২০২৫
রাজধানীতে ধারালো অস্ত্রের গোপন মজুদ ও বিক্রয়কেন্দ্রের সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ অভিযানে সহস্রাধিক ধারালো অস্ত্র উদ্ধার এবং ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) রাতে নিউমার্কেট এলাকার তিনটি দোকানে অভিযান চালিয়ে সামুরাই, চাপাতি ও বিভিন্ন ধরনের মোট ১,১০০ ধারালো অস্ত্র জব্দ করেন সেনাবাহিনীর সদস্যরা। উদ্ধারকৃত অস্ত্রগুলোর বেশিরভাগই গোপন স্থানে রাখা ছিল।
রবিবার (১০ আগস্ট) সকালে মোহাম্মদপুর সেনাবাহিনীর সোহরাওয়ার্দী মেডিকেল ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৪৬ স্বতন্ত্র ব্রিগেড ব্যাটালিয়নের ডেয়ারিং টাইগার্স-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান, ঢাকার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের শোডাউনে এই ধরনের অস্ত্র ব্যবহার হয়ে আসছে। একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র সন্ত্রাসীদের হাতে পৌঁছে দিচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
তিনি ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দয়া করে সামুরাই, চাপাতি বা অন্য কোনো ধারালো অস্ত্র বিক্রি করবেন না। দেশের বর্তমান পরিস্থিতিতে এসব অস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হাতে গিয়ে সাধারণ মানুষের ক্ষতি করছে। এই প্রবণতা বন্ধ করা জরুরি।”
কিশোর গ্যাং দমনে সেনাবাহিনীর কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ আমরা কিশোর গ্যাং বন্ধ করবই। আপনার আশপাশে কেউ ধারালো অস্ত্রের অবৈধ ব্যবসা করলে নিকটস্থ ক্যাম্পে খবর দিন। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই অপতৎপরতা বন্ধ করা সম্ভব হবে।”
অভিযানে উদ্ধার করা অস্ত্র ও আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত চলছে।