Tuesday, October 14, 2025

রাজধানী ও খুলনায় পৃথক অভিযানে অস্ত্র-মাদকসহ ৫ জন গ্রেফতার


ছবিঃ অস্ত্র-মাদকসহ ৫ জন গ্রেফতার (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার, PNN: রাজধানীর কলাবাগান এবং খুলনার রূপসা উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য এবং চাঁদাবাজির প্রমাণ উদ্ধার করা হয়েছে।

কলাবাগানে সন্ত্রাসী নাহিদ মাহমুদ গ্রেফতার

মঙ্গলবার (১২ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে রাজধানীর কলাবাগান এলাকায় অভিযান চালানো হয়। এসময় চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ নাহিদ মাহমুদকে গ্রেফতার করা হয়।

অভিযানে ১টি ৯মিঃমিঃ পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০৩টি ওয়াকিটকি সেট, ০১টি অবৈধ পাসপোর্ট, একাধিক ধারালো অস্ত্র এবং বিভিন্ন চাঁদা আদায়ের নথি ও রশিদ উদ্ধার করা হয়।

খুলনার রূপসায় কুখ্যাত ‘বি কোম্পানি’ সদস্যদের আটক

একই রাত আনুমানিক ৪টার দিকে খুলনা জেলার রূপসা উপজেলার আইচগাতি এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে আরও একটি যৌথ অভিযান চালানো হয়। এসময় হত্যা মামলার আসামি ও কুখ্যাত সন্ত্রাসী দল ‘বি কোম্পানি’-এর সক্রিয় সদস্য হাফিজুল শেখ হাফিজ (৩২) গ্রেফতার হয়।

তার সঙ্গে গ্রেফতার হয় আরও তিন সহযোগী—তানজিল হাসান জ্যোতি (৩৭), মোহাম্মদ মাসুম শেখ (২২) এবং মোঃ দীপু শেখ (২৪)।

অভিযানে ১টি ৭.৬৫ মিঃমিঃ বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), ২ রাউন্ড গুলি, মাদকদ্রব্য এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন