Tuesday, October 14, 2025

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা-ভাঙচুর, তিন হাজারকে আসামি করে মামলা


ছবিঃ ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় লাশ পোড়ানো হয়(সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | রাজবাড়ী:

গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফে হামলা ও ভাঙচুরের ঘটনায় গোয়ালন্দ থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার ভোর রাতে এসআই মো. সেলিম মোল্লা মামলাটি দায়ের করেন। এতে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে।

গোয়ালন্দ থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মামলায় অজ্ঞাতপরিচয় ৩ থেকে সাড়ে ৩ হাজার জনকে আসামি করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন শুক্রবার জুম্মার নামাজের পর ‘ইমান আকিদা রক্ষা কমিটি’ নামের একটি সংগঠন পূর্ব ঘোষণা অনুযায়ী মুক্তিযোদ্ধা শহিদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাবে বিক্ষোভ কর্মসূচি শুরু করে। বিক্ষুব্ধ জনতা দরবারের দিকে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ তাদের থামানোর চেষ্টা করে।

এসময় বিক্ষুব্ধরা উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ওসির গাড়ি ভাঙচুর করে। দুইজন আহত হয়। এরপর দরবারে প্রবেশ করে ভবন ও শরিফ ভাঙচুর এবং অগ্নিসংযোগ চালায়। এক পর্যায়ে নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় পুড়িয়ে দেয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন