- ১৩ অক্টোবর, ২০২৫
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় আরও এক আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (১৪ জুলাই) গভীর রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা এলাকা থেকে র্যাব নান্নু কাজী (২৭) নামের ওই আসামিকে গ্রেপ্তার করে। তিনি মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি।
এ নিয়ে লাল চাঁদ হত্যাকাণ্ডে মোট আটজনকে গ্রেপ্তার করা হলো।
র্যাব-১১-এর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন নান্নু কাজীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাব-১১ সূত্রে জানা যায়, গতকাল রাত ১১টার দিকে বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের বালিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে র্যাব-১০ এর কাছে হস্তান্তর করা হয়।
গত বুধবার বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে রাস্তার ওপর ব্যবসায়ী লাল চাঁদকে নৃশংসভাবে হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।