Tuesday, October 14, 2025

পটুয়াখালীতে প্রেমের জেরে কিশোরীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে বাবা-মা ও ভগ্নিপতি গ্রেপ্তার


প্রতীকী ছবিঃ লাশ (সংগৃহীত)

পটুয়াখালীর বাউফলে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এক কিশোরীকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগে তার বাবা-মা ও ভগ্নিপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাউফল থানায় আজ বুধবার রাত সোয়া আটটায় জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মুহাম্মদ শাকুর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ জানায়, ২৩ আগস্ট সকালে উপজেলার কুম্ভখালী গ্রামের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে খাল থেকে কিশোরী উর্মি ইসলামের (১৪) মরদেহ উদ্ধার হয়। পরে তার বাবা নজরুল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

তদন্তে হত্যার মূল কারণ উদঘাটন হলে পুলিশ গত মঙ্গলবার দিবাগত রাতে কিশোরীর বাবা নজরুল ইসলাম, মা আমেনা বেগম ও ভগ্নিপতি কামাল হোসেনকে গ্রেপ্তার করে। তাদের কাছে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করা হয় এবং তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর জানান, উর্মির সঙ্গে স্থানীয় এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। ২০ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে পরিবারের সদস্যরা উর্মির গলাটিপে ধরলে তার নিশ্বাস বন্ধ হয়ে মারা যায়। হত্যার পর বাবা-মা ও ভগ্নিপতি মিলে মরদেহ খালে ফেলে দেন।

পুলিশের একাধিক ইউনিট তদন্ত চালিয়ে হত্যার বিষয়টি স্পষ্ট করেন এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনার ফলে এলাকায় নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন