Friday, December 5, 2025

প্রথম সন্তানের বাবা-মা হলেন ক্যাটরিনা ও ভিকি কৌশল


ছবিঃ ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল (সংগৃহীত)


স্টাফ রিপোর্টার | PNN: 

বলিউডের আলোচিত দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রথমবারের মতো বাবা-মা হয়েছেন। শুক্রবার সকালে তারা পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। এই সুখবর নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যৌথভাবে জানানো হয়েছে।

ক্যাটরিনা ও ভিকি লিখেছেন, “আমাদের জীবনে আনন্দের এক বিশেষ মুহূর্ত এসেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই।”

২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা-তে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিয়ে হয় ক্যাটরিনা ও ভিকির। এরপর থেকে তাঁদের প্রেম, দাম্পত্য ও একসাথে থাকা সব মুহূর্তই বারবার মিডিয়ার শিরোনাম হয়েছে।

গত সেপ্টেম্বরেই দম্পতি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করেছিলেন, তারা বাবা-মা হতে চলেছেন। তখন থেকে অনুরাগীরা অধীর আগ্রহে সেই বিশেষ দিনের অপেক্ষা করছিলেন।

এর আগে মুম্বাইয়ে আয়োজিত একটি যুবা সম্মেলনে ভিকি কৌশল প্রকাশ্যে জানান, বাবা হওয়ার উত্তেজনা ও আনন্দের কথা। তিনি বলেন, “আমি বাবা হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এটা জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। এখন আমি চাই যতটা পারি বাড়িতে সময় কাটাতে, কারণ এই মুহূর্ত আর ফিরে আসবে না।”

ভিকির ভাই সানি কৌশলও নতুন অতিথির আগমনকে ঘিরে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমাদের সবার জন্য এটা অনেক বড় সুখবর। আমরা সবাই খুব খুশি, তবে একটু নার্ভাসও আছি। সবকিছু যেন সুন্দরভাবে হয়, সেটাই এখন আমাদের প্রার্থনা।”

এই মুহূর্তে বলিউডের অনুরাগীরা এবং আন্তর্জাতিক মিডিয়া উভয়ই ‘ভিকি-ক্যাট’-এর পরিবারে নতুন সদস্যের আগমন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন