Monday, January 19, 2026

প্রথম আলো কার্যালয়ে হামলা ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান অভিনেত্রী সাদিয়া আয়মানের


ফাইল ছবিঃ সাদিয়া আয়মান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলোর কার্যালয়ে ভয়াবহ হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই এই হামলাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।

১৮ ডিসেম্বর দিবাগত রাতে সংঘটিত ওই হামলায় প্রথম আলোর অফিস ভবনে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং পরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকায় ভবনের গুরুত্বপূর্ণ সম্পদ ও নথিপত্র ধ্বংস হয়ে যায়। হামলার সময় অফিসে থাকা কর্মীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়েন এবং প্রাণহানির আশঙ্কা তৈরি হয়।

এই ঘটনার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাদিয়া আয়মান স্পষ্ট ভাষায় সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেন। পোস্টের শুরুতে তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তাঁর হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।

তবে অভিনেত্রী স্পষ্ট করে বলেন, বিচার ও প্রতিবাদ কখনোই সহিংসতার মাধ্যমে হতে পারে না। তিনি লেখেন, হত্যার বিচার অবশ্যই হওয়া উচিত, কিন্তু তার নামে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলার প্রসঙ্গ তুলে ধরে সাদিয়া আয়মান প্রশ্ন তোলেন প্রতিবাদের নামে যারা সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে, তারা আসলে কার স্বার্থ রক্ষা করেছে? তিনি মন্তব্য করেন, আবেগে উসকে ওঠা মানুষ বুঝতেই পারেনি যে তারা নিজেদেরই প্রতিষ্ঠান ও সম্পদ ধ্বংস করছে।

তিনি আরও বলেন, দেশের গভীর শোকের মুহূর্তে সবচেয়ে বড় দুটি সংবাদমাধ্যম কার্যত অচল হয়ে পড়েছে, যা রাষ্ট্র ও সমাজের জন্য বড় ধরনের ক্ষতির কারণ। এতে শুধু সংবাদ প্রকাশই ব্যাহত হয়নি, ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পোস্টের শেষাংশে সাদিয়া আয়মান দৃঢ়ভাবে বলেন, প্রতিবাদের ভাষা কখনোই সহিংসতা হতে পারে না। তাঁর মতে, ওসমান হাদি জীবিত থাকলে এমন ধ্বংসাত্মক প্রতিবাদ তিনি কখনোই সমর্থন করতেন না। যারা এই সহিংসতায় জড়িত, তারা প্রকৃত অর্থে দেশ ও মানুষের কল্যাণকামী হতে পারে না বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন