Friday, December 5, 2025

প্রণব মোহনলালের ‘ডায়েস ইরায়ে’ বক্স অফিসে ঝড়, ৫০ কোটি রুপি আয়


ছবিঃ ‘ডায়েস ইরায়ে’ সিনেমার দৃশ্য (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

মালয়ালম সিনেমার ভক্তদের জন্য সুখবর—অভিনেতা প্রণব মোহনলাল অভিনীত নতুন ছবি ‘ডায়েস ইরায়ে’ মুক্তির এক সপ্তাহের মধ্যেই বক্স অফিসে ৫০ কোটি রুপি আয় করেছে। রাহুল সদাশিবনের পরিচালিত এই মনস্তাত্ত্বিক হরর থ্রিলার ৩১ অক্টোবর মুক্তি পেয়েছে এবং সমালোচক ও দর্শক উভয়ের কাছেই প্রশংসা কুড়িয়েছে।

প্রণবের এই সাফল্য প্রমাণ করছে, তিনি কেবল সুপারস্টার মোহনলালের ছেলে নন, বরং নিজেই মালয়ালম ইন্ডাস্ট্রির নতুন তারকা হয়ে উঠছেন। এর আগের দুটি ছবি—‘হৃদয়ম’ এবং ‘বর্ষঙ্গলক্কু শেশম’—ও টানা ৫০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছিল। ফলে প্রণব এখন সেই দ্বিতীয় অভিনেতা, যিনি টানা তিনটি সিনেমা ৫০ কোটির বেশি আয় করেছে, প্রথমজন ছিলেন তারই বাবা মোহনলাল।

সিনেমার গল্পে প্রণব অভিনয় করেছেন রোহান চরিত্রে, যিনি একজন তরুণ স্থপতি। নিজের বাড়িতে অজানা অতিপ্রাকৃত উপস্থিতি অনুভব করতে শুরু করে রোহান। রহস্যের জাল ছিন্ন করার প্রক্রিয়ায় সে আবিষ্কার করে এমন কিছু সত্য, যা তার অতীত ও বর্তমানের সঙ্গে জড়িত এবং ভয়ঙ্করভাবে প্রভাব ফেলছে।

প্রযোজকরা এক্সে জানিয়েছে, “আমাদের ছবিটির বৈশ্বিক আয় ৫০ কোটি রুপি পূর্ণ হয়েছে।”

ছবিতে প্রণবের সঙ্গে অভিনয় করেছেন জয়া কুরূপ ও জিবিন গোপীনাথ, এবং দর্শকরা বিশেষভাবে প্রণবের তীব্র অভিনয়, শক্তিশালী চিত্রনাট্য এবং ভৌতিক আবহকে প্রশংসা করেছেন।

‘ডায়েস ইরায়ে’র এই সাফল্য প্রমাণ করছে, প্রণব এখন মালয়ালম সিনেমার নতুন প্রজন্মের শক্তিশালী অভিনেতা, যিনি নিজে নিজের জায়গা করে নিচ্ছেন এবং তার আগের দুটি ছবির সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন