- ১৩ অক্টোবর, ২০২৫
বিদ্যা বালানের জীবন ও ক্যারিয়ারে রূপান্তরমূলক ছবি ‘পরিণীতা’ এবার ২০ বছর পূর্ণ করল। ছবিটি ২০০৫ সালে মুক্তি পায় এবং রাতারাতি বিদ্যার সেলিব্রিটি স্ট্যাটাস নিশ্চিত করে। ছবির ২০ বছর পূর্তি উপলক্ষে মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে আয়োজন করা হয় মহাসমারোহী অনুষ্ঠান।
উদ্যাপনে উপস্থিত ছিলেন চিত্রনির্মাতা বিধু বিনোদ চোপড়া, বিদ্যা বালান, রেখা, দিয়া মির্জা, গায়িকা শ্রেয়া ঘোষাল, সংগীত পরিচালক শান্তনু মৈত্রসহ অনেকেই। অনুষ্ঠানে বিদ্যা বালানের ধুনুচি নাচ, হাসি-মজা ও ছবিকে ঘিরে স্মৃতিচারণার পাশাপাশি শ্রেয়ার গানের সঙ্গে বিদ্যা ও রেখার নৃত্য ছিল রাতের প্রধান আকর্ষণ।
আজ বুধবার রুপালি পর্দায় পুনরায় মুক্তি পাবে ‘পরিণীতা’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছিলেন প্রয়াত পরিচালক প্রদীপ সরকার। ছবির মূল চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান, সাইফ আলি খান, সঞ্জয় দত্ত, দিয়া মির্জা, রাইমা সেন এবং সব্যসাচী চক্রবর্তী।
রেখা, যারা ছবিতে বিদ্যার সঙ্গে কাজ করেছিলেন, বলেছিলেন, “ছবিতে বিদ্যার অভিনয় আমাকে মুগ্ধ করেছে। ওর অপ্রচলিত সৌন্দর্য আর গভীরতা আমাকে আবিষ্ট করেছিল। বিদ্যা সারা জীবন এবং একমাত্র ‘পরিণীতা’ হয়ে থাকবে।”
বিদ্যা বালানও ছবিকে স্মরণ করে বলেন, “‘পরিণীতা’ আমার জীবন বদলে দিয়েছিল। মনে হয়, আমি অভিনেত্রী হওয়ার জন্যই জন্মেছিলাম। এই ছবির হাত ধরে আমি আজ যে অবস্থানে আছি, তার জন্য প্রদীপ সরকার ও বিধু বিনোদ চোপড়ার প্রতি আমি কৃতজ্ঞ।”
ছবির জনপ্রিয় গান ‘ক্যায়সি প্যাহেলি জিন্দেগানি’ এবং রেখার সঙ্গে বিদ্যার নৃত্য এখনও দর্শক মনে অম্লান চিহ্ন রেখে গেছে। ২০ বছর পরেও ছবিটি বলিউডের একটি কালজয়ী ক্লাসিক হিসেবে প্রভাব রেখে চলেছে।