Tuesday, October 14, 2025

পরীমনি জানালেন, শেখ সাদী তার ‘ছোট ভাই’ মাত্র, প্রেমের গুঞ্জন অমূলক


ফাইল ছবিঃ পরীমনি (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

চলচ্চিত্র ও টেলিভিশন জগতে আলোচিত অভিনেত্রী পরীমনি সম্প্রতি মাছরাঙা টিভির ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে প্রেমের গুঞ্জন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানান, শেখ সাদীর সঙ্গে তার সম্পর্ক কোনো প্রেমের ছিল না। পরীমনি বলেন, “ও আমার ছোট ভাই। ও আমার ছোট ভাইয়ের মতো।”

এর আগে এ বছরের শুরুতে পরীমনির সঙ্গে শেখ সাদীর আদালতে দেখা যাওয়ায় এবং পরীমনির জামিনদার হিসেবে সাদীর উপস্থিতি থেকে গুঞ্জন ছড়িয়ে পড়ে। পাশাপাশি সামাজিক মাধ্যমে দুজনের রোমান্টিক পোস্টও এই গুঞ্জনকে বাড়িয়ে দেয়। তবে এপ্রিল মাসে আবারও আলোচনায় আসলেও দুজনই সরাসরি কোনো প্রেমের বিষয় স্বীকার করেননি।

পরীমনি পূর্বে প্রথম আলোকে জানান, জীবনের চড়াই-উতরাইয়ে পাশে থাকা মানুষগুলোর জন্য তিনি কৃতজ্ঞ। অন্যদিকে, শেখ সাদীও পরীমনির ইতিবাচক গুণাবলী নিয়ে মন্তব্য করেছেন এবং তার মঙ্গল কামনা করেন।

এর আগে পরীমনির সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জন থাকলেও, অভিনেত্রী সব সময় তা খোলাসা করে জানিয়েছেন, আর কোনো ভুল বোঝাবুঝি যেন না থাকে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন