Monday, January 19, 2026

অভিনয় বিরতির ফাঁকে ভ্রমণে মগ্ন কেয়া পায়েল


ফাইল ছবিঃ কেয়া পায়েল (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

অভিনয় এবং শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও ভ্রমণকে নিজের নেশা বলেই মেনে নিয়েছেন অভিনেত্রী কেয়া পায়েল। এই বছরটি যেন অভিনয়ের চেয়ে ভ্রমণেই বেশি ব্যস্ততার হয়ে উঠেছে তাঁর জন্য। দেশ–বিদেশের নানা জায়গায় ঘুরে তিনি শখের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।

ঈদের পর যুক্তরাষ্ট্র সফরে গিয়ে কনি আইল্যান্ড, ম্যানহাটান, নায়াগ্রা জলপ্রপাত এবং টরন্টো ঘুরেছেন। কানাডার সেলিব্রিটি ইভেন্টেও অংশ নেন এবং রাস্তায় নাচে মেতে ওঠেন। শুটিংয়ের ফাঁকে নেপালের পোখরায় কিছু সময় ঘোরাঘুরিও করেছেন।

বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যও তাঁর পছন্দের জায়গা। ফরিদপুর, কক্সবাজার, বান্দরবান, সিলেট, রাজশাহী, নেত্রকোনা ও ময়মনসিংহ এলাকায় ভ্রমণ করেছেন। বাংলাদেশের সৌন্দর্য নিয়ে তিনি জানিয়েছেন, বিদেশে গেলেও মনে হয় সবচেয়ে ভালো জায়গা হলো নিজের দেশ।

ছোট ক্যারিয়ারে দ্রুত জনপ্রিয়তা অর্জন করা কেয়া জানান, ভ্রমণ করলেও শুটিংই বেশি টানে, তবে টানা কাজ করতে চান না। সম্প্রতি হিমালয়ের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘হিমালয়ে’, যা ভক্তদের মধ্যে বেশ উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন