Monday, January 19, 2026

ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গ্রেপ্তারি পরোয়ানা জারি


ফাইল ছবিঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ সাতজনের বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ অভিযোগটি আমলে নেন। এ সময় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর উপস্থিত ছিলেন।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, এ মামলার সব আসামিই বর্তমানে পলাতক। অভিযোগ গৃহীত হওয়ার পর তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তা কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

এই মামলার অপর আসামিরা হলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান (নিখিল), ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

এর আগে বৃহস্পতিবার সকালে সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম অভিযোগের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

আসামিদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হয়েছে কি না, সে বিষয়ে অগ্রগতি জানাতে আগামী ২৯ ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন