- ১৪ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত এক মানববন্ধনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা নির্বাচনী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তিনি দাবি করেন, এসব উপদেষ্টার নাম, কণ্ঠ রেকর্ড এবং সভায় তাঁদের বক্তব্য সবই তাঁর কাছে সংরক্ষিত আছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে মৎস্য ভবন মোড়ে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন তাহের। তিনি বলেন, “আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজ হুঁশিয়ারি দিচ্ছি না, সময় দিচ্ছি যাঁরা ষড়যন্ত্র করছেন, তাঁদের সংশোধনের সুযোগ দিন। যদি না হন, তাহলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে।”
তাহের অভিযোগ করে বলেন, একটি দলের অনুগত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সিভিল ও পুলিশ প্রশাসনের পদে বসিয়ে আসন্ন জাতীয় নির্বাচনকে প্রভাবিত করার নীলনকশা বাস্তবায়ন করা হচ্ছে। “আমরা দেখছি, সরকারের চার-পাঁচজন উপদেষ্টা বিশেষ একটি দলের পক্ষে সব নিয়োগ নিয়ন্ত্রণ করছেন, যা নিরপেক্ষ নির্বাচনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে,” বলেন তিনি।
জামায়াত নেতা আরও জানান, জনপ্রশাসনে সদ্য নিয়োগ পাওয়া একজন সচিবের অতীত দুর্নীতির ইতিহাস রয়েছে এবং তিনি একটি বিশেষ দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। অথচ, সরকারের কিছু উপদেষ্টা আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন সেখানে কোনো দলীয় বা অসৎ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে না।
পিআর পদ্ধতিতে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত এই মানববন্ধনে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত সড়কপথে কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী।
মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম মানববন্ধনে সভাপতিত্ব করেন এবং ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম সঞ্চালনা করেন। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, এহসানুল মাহবুব জোবায়ের ও আবদুল হালিমসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।
তাহের আরও বলেন, নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে। তিনি অভিযোগ করেন, সরকার গণভোট ও জাতীয় নির্বাচনের সময় একত্রিত করে “প্যাঁচ খেলার” চেষ্টা করছে, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী।