Monday, January 19, 2026

অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ডা. এটিএম রেজাউল করিম


ছবিঃ চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম

অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার নিশ্চিত না করা হলে আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে রাঙ্গুনিয়া উপজেলার সদরের ইছাখালি এলাকায় অবস্থিত রাঙ্গুনিয়া প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডা. এটিএম রেজাউল করিম বলেন, তিনি রাঙ্গুনিয়ার সন্তান হিসেবে এ এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। রাঙ্গুনিয়ার প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলাই তার লক্ষ্য।

সভায় তিনি রাঙ্গুনিয়ার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে একটি ২০ দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন। এতে চট্টগ্রাম–কাপ্তাই সড়ককে চার লেনে উন্নীত করা, মরিয়মনগর থেকে রাণীরহাট পর্যন্ত ডিসি সড়ক প্রশস্তকরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, গুমাই বিল সংরক্ষণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, কর্ণফুলী নদীর দূষণরোধ এবং প্রবাসীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়।

এ সময় তিনি জুলাই–আগস্টের গণআন্দোলনে নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, তাদের আত্মত্যাগের মাধ্যমেই দেশে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। সেই শহীদদের আদর্শ ধারণ করেই জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি কাজ করতে চান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা শওকত হোসেন, জামায়াত নেতা রাশেদুল ইসলাম তালুকদার, রাঙ্গুনিয়া যুব ফোরামের সভাপতি সরোয়ার হোসেনসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন