- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
আট বছর বয়সে ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স লিটল মাস্টার্স’-এ সবার নজর কেড়েছিলেন ছোট্ট অবনীত কৌর। এবার সেই খুদে নৃত্যশিল্পী প্রমাণ করলেন, তিনি ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে আন্তর্জাতিক চলচ্চিত্রে নিজের নাম লিখিয়েছেন।
ভারত-ভিয়েতনাম যৌথ প্রযোজনার রোমান্টিক মিউজিক্যাল ছবি ‘লাভ ইন ভিয়েতনাম’-এর মূল নায়িকা হিসেবে অভিনয় করছেন অবনীত কৌর। ছবিতে তার বিপরীতে আছেন শান্তনু মহেশ্বরী। রাহাত শাহ কাজমি পরিচালিত এই ছবিটি ১২ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।
দৈনিক ভাস্করকে দেওয়া সাক্ষাৎকারে অবনীত বলেছেন, প্রেমের জন্য বাস্তব সীমা অতিক্রম করতে তিনি প্রস্তুত। তিনি জানান, “যত দূর ভাবতে পারি, নিজের ভালোবাসার জন্য তত দূর যেতে পারি। প্রেম কোনো সীমার মধ্যে বাঁধা নয়।”
ভিয়েতনামে শুটিং চলাকালীন ভাষাগত কোনো বাধা ছিল কি না জিজ্ঞাসায় তিনি বলেন, “ভাষার প্রাচীর থাকতেই পারে, কিন্তু সব ভাষার আবেগ একই রকম। প্রেম প্রকাশ করতে ভাষার প্রয়োজন হয় না।”
অবনীত কৌর ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক অভিষেককে উল্লেখ করে জানান, “কখনও ভাবিনি যে ভিয়েতনামে আমার অভিষেক হবে। ওখানকার বাজার বিশাল, এবং এই অভিজ্ঞতা আমার জন্য দারুণ।”
পাঞ্জাবের জলন্ধর থেকে মুম্বাইতে নাচের মাধ্যমে বিনোদন জগতে পদার্পণ করা অবনীত ক্রমাগত টেলিভিশন ধারাবাহিক ও ছবিতে নিজেকে প্রমাণ করেছেন। ‘মর্দানি’, ‘করিব করিব সিঙ্গেল’, এবং ‘টিকু ওয়েডস শেরু’–এর মতো প্রজেক্টে ক্যামিও করেছেন তিনি।
শিশুশিল্পী থেকে মূল নায়িকা হিসেবে উঠতে দীর্ঘ পথ অতিক্রম করেছেন অবনীত। তিনি বলেন, “চড়াই–উতরাইয়ের মধ্য দিয়ে এই পথ অতিক্রম করতে হয়েছে। দর্শকদের ভালোবাসা এবং সুযোগ পাওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আশা করি, দর্শকরা ছবিটি উপভোগ করবেন।”