- ১৩ অক্টোবর, ২০২৫
PNN আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের তেল আবিব শহরের রাস্তায় মঙ্গলবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে। তারা গাজার বন্দিদের মুক্তি ও যুদ্ধবিরতি দাবি করেন। একই সময়ে জেরুজালেমে প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু পাবলিক পডিয়ামে দাঁড়িয়ে “জনগণের ঐক্য” নিয়ে বক্তব্য দিচ্ছেন, যেখানে হাসি ও প্রশংসার প্রতিক্রিয়া দেখা গেছে।
বিক্ষোভকারীরা বলেন, দেশটি এখনই চিকিৎসা ও পুনরুদ্ধারের প্রয়োজন। তারা যুদ্ধবিরতি ও বন্দিদের ফেরত আনার দাবি জানাচ্ছেন। কিন্তু নেতানিয়াহু পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ ও গাজার ওপর অভিযান চালানোর পরিকল্পনা উদযাপন করেছেন।
দুই বছরের বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধের মধ্যে জরিপে দেখা গেছে, ইসরায়েলের জনগণ অধিকাংশই বন্দিদের মুক্তি ও যুদ্ধ সমাপ্তি চায়। প্রতি সপ্তাহে তেল আবিবের হোস্টেজ স্কোয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চৌরাস্তা বিক্ষোভে পূর্ণ হয়ে উঠছে। আগস্টে প্রায় ৫ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিলেন।
হোস্টেজ পরিবারের প্রতি সমর্থনই এই আন্দোলনের মূল শক্তি। বিক্ষোভকারীরা সরকারকে জোর দিয়ে বলেন, “গাজা জয় না করা বা বন্দিদের মুক্তি নিশ্চিত করা এখন নীতিনির্ধারকের হাতে।”
নেতানিয়াহু বিক্ষোভকে উপেক্ষা করে গাজার ওপর আক্রমণ পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন এবং আন্দোলনকারীদের ‘হামাসকে সহায়তা করা’ বলে অভিযোগ করেছেন। তবু বিক্ষোভকারীরা থেমে নেই। তারা বলেন, “আমরা শুধু পরিবারের পাশে দাঁড়াই না, দেশের ভবিষ্যতের জন্য সচেতনতা তৈরি করি।”
উল্লেখ্য, হামাস কাতার ও মিসরের মাধ্যমে প্রস্তাবিত যুদ্ধবিরতি গ্রহণ করলেও ইসরায়েল এখনও তা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। বুধবার জেরুজালেমে নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকও তেল আবিবের বিক্ষোভের মধ্যে স্থগিত হয়ে যায়।