- ১১ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
নতুন বছরকে সামনে রেখে দর্শকদের জন্য নানা স্বাদের কনটেন্ট নিয়ে প্রস্তুতি শুরু করেছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মগুলো। সিরিজ, সিনেমা ও গেম শো—সব মিলিয়ে ২০২৬ সালে চরকি, হইচই, আইস্ক্রিন ও বঙ্গবিডিতে দেখা যাবে নতুন গল্প, নতুন নির্মাতা এবং বড় আকারের আয়োজন।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানিয়েছেন, আসন্ন বছরে প্ল্যাটফর্মটির কনটেন্ট পরিকল্পনা আরও বিস্তৃত ও বৈচিত্র্যময় করা হয়েছে। দেশীয় শীর্ষ শিল্পী ও নির্মাতাদের নিয়ে একাধিক বড় বাজেটের সিরিজ নির্মাণের কাজ চলছে। শিহাব শাহীনের পরিচালনায় একটি গুরুত্বপূর্ণ সিরিজ মুক্তির অপেক্ষায় রয়েছে, যেখানে গল্প ও নির্মাণে নতুনত্বের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। শঙ্খ দাশগুপ্তের গল্পে মানুষের স্বপ্ন, টানাপোড়েন ও আবেগের ভেতরের দিক তুলে ধরা হবে। পাশাপাশি আরাফাত মহসিন নিধি প্রথমবারের মতো সিরিজ পরিচালনা করছেন, যেখানে পারিবারিক সম্পর্কের আবেগঘন দিকটি গুরুত্ব পাবে। এ ছাড়া প্রাণিকুলকে কেন্দ্র করে ভিন্নধর্মী একটি গল্পও চরকির কনটেন্ট তালিকায় যুক্ত হয়েছে, যা দেশীয় ওটিটিতে তুলনামূলকভাবে নতুন ধারণা।
ওটিটির পাশাপাশি প্রেক্ষাগৃহের দিকেও নজর দিচ্ছে চরকি। আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী অভিনীত সিনেমা ‘দম’ চলতি বছরেই হলে মুক্তি পাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর সিনেমাটি চরকিতেও দেখার সুযোগ পাবেন দর্শকরা।
নতুন বছরে হইচইতেও থাকছে ব্যস্ত সূচি। একাধিক নতুন পরিচালকের কাজের পাশাপাশি অভিজ্ঞ নির্মাতাদের নতুন প্রকল্প দেখা যাবে এই প্ল্যাটফর্মে। হইচই স্টুডিওজের প্রযোজনায় প্রথমবারের মতো প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’, যা তাদের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। এ ছাড়া দর্শকপ্রিয় সিরিজ ‘গোলাম মামুন’-এর পরবর্তী কিস্তি এ বছর মুক্তি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আইস্ক্রিন তাদের আসন্ন সিরিজ নিয়ে এখনো বিস্তারিত জানায়নি। তবে একটি সিনেমা মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে প্ল্যাটফর্মটি। রায়হান রাফি পরিচালিত এই চলচ্চিত্রের সম্ভাব্য নাম ‘প্রেশার কুকার’, যেখানে শবনম বুবলী ও নাজিফা তুষিকে অভিনয়ে দেখা যেতে পারে। পাশাপাশি নতুন নির্মাতাদের হাত ধরে সিরিজ ও ওয়েব ফিল্ম আসার কথাও জানিয়েছে তারা।
অন্যদিকে বঙ্গবিডিতে ধারাবাহিকভাবে চলবে দর্শকপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’। সঙ্গে যুক্ত হচ্ছে গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজন। প্রথম সিজনে উপস্থাপনায় ছিলেন তাহসান খান, নতুন সিজনেও আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া মেজবাউর রহমান সুমনের নির্মিত সিনেমা ‘রইদ’ বঙ্গবিডিতে মুক্তি পাবে। আরও কিছু সিরিজ ও ওয়েব ফিল্ম নিয়ে আলোচনা চললেও সেগুলোর বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
সব মিলিয়ে নতুন বছরে দেশের ওটিটি অঙ্গনে প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে। দর্শকদের জন্য অপেক্ষা করছে গল্প, বিনোদন ও নতুন অভিজ্ঞতার এক সমৃদ্ধ ভাণ্ডার।