Friday, December 5, 2025

নোয়াখালীর বেগমগঞ্জে ডোবা থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার


ছবিঃ বেগমগঞ্জ উপজেলায় ডোবা থেকে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | নোয়াখালী:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ডোবা থেকে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত যুবকের নাম আব্দুল কাদের জিলানী (৩৫)। তিনি বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার পৌর হাজীপুর গ্রামের মৃত গোফরান মিয়ার ছেলে। তার লাশ পাওয়া গেছে উপজেলার হাজিপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী সারেং বাড়ির দরজাসংলগ্ন একটি ডোবায়।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক কুতুব উদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, কাদেরের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। প্রাথমিক ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে এবং লাশ ডোবায় ফেলে দিয়েছে। উদ্ধার করা লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান প্রথম আলোকে জানান, কাদের মাদক ব্যবসা ও মারামারি–সংক্রান্ত চারটি মামলার আসামি ছিলেন। নিহতের পরিবারের কেউ শনিবার সকাল পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ জমা পড়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ স্থানীয়দের সহায়তায় হত্যাকারীদের শনাক্ত এবং দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন