Friday, December 5, 2025

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদ্রাসা ছাত্রকে গলাকেটে হত্যা, আটক এক ছাত্র


ছবিঃ সোনাইমুড়ী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের বাটরা আল মাদরাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদ্রাসা। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | নোয়াখালী:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাটরা আল মাদরাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদ্রাসায় আবাসিক ছাত্রকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতে মাদ্রাসার আবাসিক কক্ষে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যার শিকার ছাত্রের নাম নাজিম উদ্দিন (১৩), তিনি সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়েদ উল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০-১৫ দিন আগে মাদ্রাসার দুই ছাত্রের মধ্যে টুপি পরাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। শিক্ষকরা প্রথমে বিষয়টি মিটমাট করার চেষ্টা করলেও পরবর্তীতে ক্ষিপ্ত হয়ে আবু ছায়েদ (১৬), ময়মনসিংহ জেলার টেঙ্গাপাড়া উপজেলার রুস্তম আলীর ছেলে, সোনাইমুড়ী বাজার থেকে একটি ধারালো ছুরি কিনে নাজিমকে হত্যা করে। রাত ২:৩০ টার দিকে ছায়েদ ঘুমিয়ে থাকা নাজিমকে জবাই করে।

নাজিমের চিৎকারে একই কক্ষে থাকা অন্য ছাত্র ও শিক্ষক ঘুম থেকে উঠে ঘটনাটি দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর অভিযুক্ত ছাত্র আবু ছায়েদকে আটক করা হয় এবং হত্যার কাজে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খোরশেদ আলম বলেন, "খবর পেয়ে পুলিশ ভোর ৫টায় ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ছাত্রকে হেফাজতে নেওয়া হয়েছে এবং নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।"

এটি একটি নৃশংস হত্যাকাণ্ড, যা মাদ্রাসার নিরাপত্তা ও ছাত্রদের সম্পর্কের মধ্যে টানাপোড়েনের একটি চরম ফলাফল হিসেবে দেখা যাচ্ছে। পুলিশ তদন্ত করে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করছে।

এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘটনার বিস্তারিত তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন