- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
আজ ৮ সেপ্টেম্বর বাংলাদেশের খ্যাতনামা নজরুলসংগীতশিল্পী ইয়াসমিন মুশতারী জন্মদিনে ভক্ত ও গবেষকদের জন্য এক বিশেষ উপহার দিলেন। তিনি আনুষ্ঠানিকভাবে চালু করলেন ‘ডিজিটাল আর্কাইভ অব ইয়াসমিন মুশতারী’, যেখানে সংরক্ষিত হয়েছে তার দীর্ঘ সংগীতজীবন, অডিও-ভিডিও, পুরস্কার, সাক্ষাৎকার ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য।
শিল্পী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তার লক্ষ্য ছিল নিজের সংগীতকর্ম ও অর্জনগুলো ভবিষ্যতের জন্য সঠিকভাবে সংরক্ষণ করা। তিনি বলেন, “আজকাল ইন্টারনেটে ভুল তথ্য ছড়ানো হয়। নিজের ওয়েব প্ল্যাটফর্মে সবকিছু সঠিকভাবে থাকলে ভক্ত ও গবেষকরা নির্ভরযোগ্য তথ্য পাবেন।”
ডিজিটাল আর্কাইভটির কনসেপ্ট ও উন্নয়ন করেছেন আইটি প্রতিষ্ঠান ভার্সডসফট লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফাহিম ফয়সাল বলেন, “দেশে অনেক শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্বের নিজস্ব ওয়েব আর্কাইভ নেই। এটি গবেষণা, তথ্য সংরক্ষণ ও প্রফেশনাল গ্রহণযোগ্যতার জন্য অপরিহার্য। নিয়মিত আপডেটের মাধ্যমে শিল্পীর সব ইতিহাস সংরক্ষিত থাকে।”
ইয়াসমিন মুশতারী উপমহাদেশের অন্যতম নজরুলসংগীতশিল্পী হিসেবে খ্যাত। তিনি রাগাশ্রয়ী গান, গজলসহ নজরুলসংগীতে বিশেষ অবদান রেখেছেন। ১০ বছর বয়সে সংগীতচর্চা শুরু করেন, এবং কিংবদন্তি ওস্তাদদের কাছ থেকে নজরুলসংগীত ও গজলের তালিম নেন।
শিল্পীর সংগীতযাত্রা দেশ-বিদেশের বহু পুরস্কার ও সম্মাননায় সমৃদ্ধ। তিনি ছিলেন বিটিভির ‘নতুন কুঁড়ি’ চ্যাম্পিয়ন, পেয়েছেন নজরুল একাডেমির ‘সুর সাকী’ ও চ্যানেল আই-এর শ্রেষ্ঠ নজরুলসংগীত শিল্পীর পুরস্কার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ থেকে জাতীয় পদকসহ আরও বহু স্বীকৃতি।
ব্যক্তিজীবনে ইয়াসমিন মুশতারী স্বামী মুশতাক আহমেদ ও দুই সন্তানকে নিয়ে ঢাকায় বসবাস করছেন। জন্মদিনের দিনে ডিজিটাল আর্কাইভ চালু করে তিনি নিজের সংগীত ভুবনকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সহজলভ্য করে তুলেছেন।