Friday, December 5, 2025

নির্বাচনী প্রচারে দলের প্রধান ছাড়া অন্য কারও ছবি ব্যবহার বন্ধের সুপারিশ এনসিপির


প্রতীকী ছবিঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনী প্রচারে দলীয় প্রধানের ছবি ছাড়া অন্য কারো ছবি ব্যবহার না করার বিধান প্রণয়নের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইসির আয়োজিত রাজনৈতিক দলের সংলাপে এনসিপির নেতারা এই সুপারিশ করেন।

এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মূসা বলেন, “দলীয় প্রধান ছাড়া অন্য কারো ছবি ব্যবহার না করার বিধান স্বাগত জানাই। বিএনপির প্রধান খালেদা জিয়া হলেও, তারেক রহমান বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ব্যবহার করলে এই বিধি প্রয়োগ করে কমিশন ব্যবস্থা নেবে।”

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “নির্বাচনী জোট থাকলেও প্রতিটি দল নিজস্ব প্রতীক ব্যবহার করবে—এ বিষয়ে ইসিকে অটল থাকার অনুরোধ জানাই। এখন সুযোগ এসেছে নিজ দল নিয়ে মানুষের কাছে যাওয়ার।” তিনি আরও বলেন, প্রতিটি দলের জন্য একজন দায়িত্বশীল কর্মকর্তা নির্ধারণ করলে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম আরও সুচারুভাবে সম্পন্ন হবে।

জহিরুল ইসলাম মূসা অভিযোগ করেন, “বিলবোর্ডের ক্ষেত্রে ব্যয় অত্যধিক। একটি বিলবোর্ডেই প্রায় ২০ লাখ টাকা খরচ হয়, যা ছোট দলকে অন্যায্য প্রতিযোগিতার মধ্যে ফেলে। ইসির প্রণীত বিধি সুন্দর, তবে বাস্তবায়নে অস্পষ্টতা ও কাঠামোগত দুর্বলতা রয়েছে।”

এনসিপি নেতারা আরও বলেন, মাইক ব্যবহারে শব্দ মাত্রা ও অস্ত্র নিয়ন্ত্রণসহ অন্যান্য নিরাপত্তা বিষয়েও যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি। তারা তরুণ প্রার্থীদের জনগণের কাছে পৌঁছানোর সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান এবং দাবি করেন, ভোট নিয়ন্ত্রণের প্রচেষ্টা থাকলেও সকল প্রার্থীর জন্য সমান বিতর্কের সুযোগ থাকা উচিত।

এছাড়া, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে মেটা ও টিকটকের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেন।

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্যান্য নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দলের নেতারা অংশ নেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন