- ২০ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে পরিস্থিতি এখন নতুন মোড় নিয়েছে। শুরুতে আলোচনা ছিল—বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে কি না। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সেই প্রশ্ন বদলে গিয়ে দাঁড়িয়েছে—বাংলাদেশ আদৌ এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কি না!
এই অনিশ্চয়তার সূত্রপাত হয় আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনের পর। সেখানে বলা হয়, আগামী বুধবারের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি না। প্রতিবেদনে আরও ইঙ্গিত দেওয়া হয়, বাংলাদেশ না খেললে তাদের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হতে পারে।
খবরটি প্রকাশের পরপরই দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে পরবর্তীতে বিসিবি আনুষ্ঠানিকভাবে এই তথ্য অস্বীকার করে। বোর্ডের দাবি, আইসিসি এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়নি এবং সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য সঠিক নয়।
বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জানান, আইসিসি প্রতিনিধিরা বিসিবির সঙ্গে বৈঠকের পর বলেছেন যে তারা সব বিষয় আইসিসিতে জানাবেন এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তার ভাষ্য অনুযায়ী, সিদ্ধান্ত জানানো বা নতুন বৈঠকের কোনো নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি।
বিসিবির অভ্যন্তরীণ সূত্র বলছে, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারত সফর নিয়ে বোর্ডের অবস্থান এখনো অপরিবর্তিত। বিসিবি চায়, প্রয়োজনে ভারতের পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে—বিশেষ করে শ্রীলঙ্কায়—বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজন করা হোক। এই অবস্থান অনলাইন ও সরাসরি দুই ধরনের বৈঠকেই আইসিসিকে জানানো হয়েছে।
এ অবস্থায় আইসিসির পক্ষ থেকে যদি ম্যাচ ভেন্যু পরিবর্তনের সুযোগ না দেওয়া হয়, তাহলে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ করা কঠিন হয়ে পড়বে। বিষয়টি এখন পুরোপুরি আইসিসির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
বিশ্বকাপ নিয়ে এই টানাপোড়েনে বিসিবির কর্মকর্তাদের মধ্যেও হতাশা বাড়ছে। সাম্প্রতিক বৈঠকে গ্রুপ পরিবর্তনের একটি প্রস্তাবও দেওয়া হয়েছিল—যেখানে বাংলাদেশকে ‘সি’ গ্রুপ থেকে সরিয়ে ‘বি’ গ্রুপে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়। তবে সংশ্লিষ্ট অন্য বোর্ডের আপত্তিতে সেই প্রস্তাবও বাস্তবায়ন হয়নি।
বাংলাদেশের পক্ষে শেষ ভরসা হিসেবে দেখা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমর্থনকে। বিভিন্ন সূত্রের দাবি, পিসিবি বাংলাদেশকে সমর্থন জানালেও তারা শেষ পর্যন্ত কতটা দৃঢ় থাকবে, সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে।
সব মিলিয়ে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে আছেন আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।