Monday, January 12, 2026

নিরাপত্তা শঙ্কা নিয়ে বিসিবির চিঠির জবাব দিল আইসিসি, ‘আলটিমেটাম’ দাবি নাকচ


ছবিঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নিরাপত্তা শঙ্কার বিষয়ে আইসিসিকে পাঠানো চিঠির জবাব পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জবাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানিয়েছে বলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিসিবির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের পক্ষ থেকে উত্থাপিত নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগগুলো সমাধানে আইসিসি সক্রিয়ভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা তৈরির ক্ষেত্রে বিসিবির মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাসও দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে ভারতেই যেতে হবে, এমন ‘চূড়ান্ত বার্তা’ বা ‘আলটিমেটাম’ নাকি আইসিসি দিয়েছে। তবে বিসিবি এসব তথ্যকে সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে। বোর্ড জানায়, আইসিসি থেকে প্রাপ্ত বার্তার সঙ্গে ওইসব প্রতিবেদনের কোনো মিল নেই।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে বিসিবি জানিয়েছে, জাতীয় দলের নিরাপত্তা এবং খেলোয়াড়দের সার্বিক সুরক্ষা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ যেন নিরাপদ ও নির্বিঘ্ন হয়, সে লক্ষ্যে আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক আলোচনার পথেই এগোবে বোর্ড।

বিসিবির বিশ্বাস, চলমান এই আলোচনার মধ্য দিয়েই একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হবে, যা বাংলাদেশ দলের স্বার্থ ও নিরাপত্তা উভয়ই নিশ্চিত করবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন