Friday, December 5, 2025

নিবন্ধন পেল জাতীয় নাগরিক পার্টি: ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচন করবে এনসিপি


ছবি: ‘শাপলা কলি’ প্রতীকে সনদ পেল এনসিপি। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন সনদ পেয়েছে। দলটির পক্ষে সনদ গ্রহণ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ বারাদ্দকৃত প্রতীক হলো ‘শাপলা কলি’।

বুধবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেন নাহিদ ইসলাম। এ সময় তিনি নির্বাচন সংক্রান্ত আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনীর প্রশংসা করেন। একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে এবং আদালতের মাধ্যমে সংস্কার বাতিলের চেষ্টা চালানোর তীব্র নিন্দা জানান।

নিবন্ধন প্রক্রিয়া শুরু থেকে কেন্দ্রীয় ও তৃণমূল নেতাদের অক্লান্ত পরিশ্রমের কথাও উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “অনেক চড়াই-উতরাই পার হওয়ার পর অবশেষে আমাদের দলকে প্রতীক বরাদ্দ করা হয়েছে। শাপলা কলি প্রতীকে এবারের নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে।”

এনসিপি নেতারা নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন, প্রত্যেক দল যেন তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে পারে। নাহিদ ইসলাম অভিযোগ করেন, কিছু বিশেষ দল সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের উপর চাপ প্রয়োগ করে এবং আদালতের ব্যবহার করে এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

এনসিপি নির্বাচন প্রক্রিয়ায় অর্থ ও ক্ষমতার অতিরিক্ত প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। নাহিদ বলেন, প্রার্থীর হলফনামায় তথ্য যাচাই-বাছাই নিশ্চিত করতে হবে, আর যারা নির্বাচনে কালো টাকা ব্যয় করবে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। এছাড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার বদলির রাজনৈতিক প্রভাব রোধের জন্যও কমিশনকে সতর্ক করা হয়েছে।

নির্বাচনে সঠিক তথ্য ও গণভোটের প্রশ্ন সঠিকভাবে প্রচার করার বিষয়েও কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। ভুল তথ্য বা অপতথ্য প্রচারের প্রতিও কঠোর নজরদারি দাবি করেছে এনসিপি।

এসময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলামও উপস্থিত ছিলেন। পরে দলটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে নিবন্ধন সনদের ছবি সংযুক্ত করে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন